Skip to main content

West Bengal Agriculture Infrastructure Fund | কারা পাবেন, কিভাবে আবেদন করবেন?

West Bengal Agriculture Infrastructure Fund Scheme 2022 benefits - কারা এই সুবিধা পাবেন, কি কি সুবিধা পাবেন, কোথায় আবেদন করতে হবে, সব কিছু ডিটেলস আলোচনা করা হল এই পোস্ট। 

    সমস্ত বন্ধুদের অনুরোধ করা হচ্ছে, পোস্ট টি গুরুত্ব দিয়ে পড়বেন ও আরও অন্যদের সাথে শেয়ার করবেন। রাজ্য সরকার ২০২২ সালে সমস্ত কৃষি কাজের সাথে যুক্ত ব্যক্তি কে Agriculture Infrastructure Fund দিচ্ছে। 

    কৃষি পরিকাঠামো উন্নয়ন ফান্ড কি ( Agriculture Infrastructure Fund) 

    রাজ্য সরকারে কৃষিকাজের পরিকাঠামো উন্নয়ন করার জন্যে বিভিন্ন সংস্থা ও গোষ্ঠী কে স্বল্প সুদে ঋন দিচ্ছে ( Agriculture Loan in West Bengal) ।  এই স্কিমে ২ কোটি টাকা পর্যন্ত আপনি Loan নিতে পারবেন। 

    West Bengal Agriculture Infrastructure Fund

    কারা এই প্রকল্পে  সুবিধা নিতে পারবেন? 

    • সমবায় সংস্থা ( PACS)  : সমবায় ব্যাংকের মাধ্যমে ৪% সুদে সমবায় সমিতি গুলি ঋণ পাবে ও সঠিক সময়ে প্রকল্প রূপায়ণ করলে ৩% ছাড় পাবেন।  অথএব ১% সুদে প্রকল্পের সুযোগ নিতে পারবেন আপনি।
    • স্বনির্ভর গোষ্ঠী(SHGs) : আনন্দধারা প্রকল্পে প্রযোজ্য সুদের অতিরিক্ত পাবেন।
    • কৃষক উৎপাদন সংস্থা(FPOs)
    • যৌথ দায়িত্ব গোষ্ঠী(JLGs)
    • কৃষি উদ্যোগপতি।
    • নবীন উদ্যোগপতি।
    • স্বনির্ভর গোষ্ঠী /সমবায়/ কৃষক উৎপাদন সংস্থার মহাসংঘ।
    • রাজ্য সংস্থা(State Agencies) 
    • নিয়ন্ত্রিত বাজার সমিতি।(RMC)

    প্রকল্পে  সাহায্য

    • এই প্রকল্পে দু'কোটি টাকা পর্যন্ত কোনো রকম কো-ল্যাটারাল সিকিউরিটি ব্যতীত ক্রেডিট গ্যারেন্টি সর্বাধিক ৭ বছর মেয়াদের জন্য ঋণ প্রদান করা হবে এবং ৩% অনুদান পাওয়া যাবে। দু'কোটি টাকার অধিক প্রকল্প মূল্যের ক্ষেত্রে এই সুবিধা দু'কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে।
    • বিভিন্ন সরকারি প্রকল্পের ভর্তুকি বা সহায়তা এই প্রকল্পে যুক্ত হবে।

    সাহায্যপ্রাপ্ত প্রকল্প

    • গুদামঘর
    • পন্য পরীক্ষণ সংস্থা
    • প্যাক হাউস
    • কোল্ড চেইন
    • লজিস্টিক সাপোর্ট সিস্টেম
    • সুরক্ষিত চাষের কাঠামো
    • প্রাথমিক প্রক্রিয়াকরণ কেন্দ্র
    • বাছাই ও গ্রেডিং কেন্দ্র
    • পরিপক্ক কক্ষ
    • কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র: যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে কৃষি দপ্তর থেকে প্রকল্প মূল্যের ৪০% সরকারি ভর্তুকি ছাড়াও এই প্রকল্পে সুদে ৩% অনুদান পাওয়া যাবে।
    • রাইস মিল তেল মিল ডাল মিল
    • সাপ্লাই চেইন পরিকাঠামো প্রভৃতি

    কিভাবে এই সুবিধা পাবেন? 

    এই সুবিধা পেতে বা, আরও বিস্তারিত জানতে আপনাকে, নিজের জেলা শাসকের দপ্তরে, বা জেলা/ব্লকের কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের দপ্তরে যোগাযোগ করতে হবে। অথাবা, ইমেল করতে পারেন নীচের ঠিকানায়।

    Email Address: spmu.aif.gowb@gmail.com

    Comments