Student Credit Card West Bengal In Bengali - আপনি কি Student Credit Card সম্পর্কে জানতে চান? এই পোস্টের মাধ্যমে আপনি Student Credit Card West Bengal Eligibility, বয়সসীমা, আবেদন করার সময় কি কি নথি জমা দিতে হবে, কিভাবে অনলাইনে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন করবেন, সব কিছু ডিটেলস এ জানতে পারবেন।
|
পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কি ? (Student Credit Card West Bengal In Bengali)
পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের দ্বারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে একটি বিশেষ প্রকল্প হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। যেখানে কোনো শিক্ষার্থী ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বল্প সুদে অথচ দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত শিক্ষাঋণ পেয়ে থাকবেন।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড কারা করতে পারবেন?
- ভারতের নাগরিক হতে হবে এবং কমপক্ষে 10 বছর পশ্চিমবঙ্গে বসবাসকারী পরিবারভুক্ত শিক্ষার্থী হতে হবে।
- আবেদন করার সময় শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত হতে হবে।
- পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত বোর্ড সংসদে প্রশাসনিক নিয়ন্ত্রণ সরকারি/ বেসরকারি বিদ্যালয়/ মাদ্রাসায় দশম শ্রেণীর থেকে উচ্চ মাধ্যমিক পাঠরত শিক্ষার্থীরা এই ক্রেডিট কার্ড সুবিধা পেয়ে থাকবেন।
- দেশ-বিদেশের যেকোন স্বীকৃত কলেজ /বিশ্ববিদ্যালয়ে /উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্স সহ স্নাতক-স্নাতকোত্তর পেশাগত post-doctoral করছে শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন।
- এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং ইনস্টিটিউশনে প্রশিক্ষণরত শিক্ষার্থীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর জন্য আবেদন করতে পারবেন
দুয়ারে সরকার টেম্পে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন ?
- আবেদনকারীর আধার কার্ডের জেরক্স কপি /মাধ্যমিক রেজিস্ট্রেশন এর জেরক্স কপি
- আবেদনকারীর মোবাইল নম্বর ও ইমেইল আইডি।
- আবেদনকারী সহ ঋণগ্রহীতার ( মা/বাবা/আইনি অভিভাবক) রঙিন ছবি।
- আবেদনকারী সহ ঋণগ্রহীতার প্যান কার্ডের জেরক্স কপি। প্যান কার্ড না থাকলে নির্দিষ্ট ফর্মাটে অঙ্গীকার পত্র।
- অভিভাবকের বাড়ির ঠিকানা প্রমাণপত্র জেরক্স কপি এবং মোবাইল নম্বর।
- আবেদনকারী ও সহ ঋনগ্রহীতার ব্যাংকের সমস্ত ডিটেইলস - ব্যাংকের নাম, শাখা, অ্যাকাউন্ট নাম্বার, আই এফ এস কোড, ইত্যাদি ও ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স কপি লাগবে।
- আবেদনকারী ও সহ ঋণগ্রহীতার করে তার নমুনা স্বাক্ষর।
- যে শিক্ষা প্রতিষ্ঠান আপনি কোর্স করবেন সেই কোর্স ফি সম্বলিত নথি জেরক্স কপি।
- যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবেন সেই ভর্তির প্রমাণপত্র/নথির জেরক্স কপি
দুয়ারে সরকারে এই সমস্ত নথি নিয়ে যেতে হবে। এবং সেখানে যে আধিকারিক বা কর্মচারী রা থাকবে, তারা একটি আবেদন ফর্ম দেবে, সেটি পূরন করতে হবে। এছাড়া আপনি অনলাইনে ও আবেদন করতে পারেন - |
অনলাইনে কি ভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন করবেন? ( How To Apply Online For WB Student Credit Card?)
- প্রথমে নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট বা www.wbssc.wb.gov.in এই লিঙ্কে ক্লিক করবেন।
- তারপর 'Student Registration' ট্যাবে ক্লিক করবেন।
- এখানে আপনাকে, বেসিক ডিটেলস, বর্তমান কি কোর্স করছেন তার ডিটেলস, Contact Details এবং পাসওয়ার্ড দেবেন। ( মনে রাখবেন পাসওয়ার্ড টি ভবিষ্যৎ এ সব কাজে লাগবে)
- তারপর নীচে 'Register' বাটনে ক্লিক করবেন।
- ক্লিক করার পর মোবাইল ভেরিফিকেশন ও OTP আসবে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া টি শেষ হলে একটি ইউনিক আইডি আপনার মোবাইল নাম্বার ও ইমেইলে পাঠানো হবে ইউনিক আইডি তে আপনার ভবিষ্যতের সমস্ত ক্ষেত্রের জন্য ব্যবহৃত হবে।
- এরপর আপনি আবার ওয়েবসাইটের হোমপেজে চলে আসবেন।
- তারপর আপনাকে 'Student Login' Option এ ক্লিক করতে হবে।
- আপনার ওই ইউনিক আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন রেজিস্ট্রেশন এর সময় সেটি দিয়ে আপনাকে লগইন করতে হবে।
- এবার আপনার সামনে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে যেখানে আপনার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন 'Done' দেখাবে।
- এরপর আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে আপনাকে
- ওখানে যে সমস্ত তথ্য চাইবে step-by-step আপনাকে সেগুলো পূরণ করতে হবে।
- সমস্ত কিছু তথ্য জমা দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
ঋণের জন্য আবেদন করতে হলে কি করতে হবে?
- আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে লগইন করবেন প্রথমে।
- তারপর আপনার সামনে ড্যাশবোর্ড খুলে যাবে।
- যেখানে আপনার ছবি নাম রেজিস্ট্রেশন নাম্বার আর ফোন নাম্বার দেখাবে।
- তার নিচে 'Apply Now' বাটন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করতে হবে।
- তারপর, প্রসেস ফলো করে ঋনের জন্যে আবেদন করতে পারেন।
অনলাইন আবেদনের জন্যে অফিসিয়াল ছবি সহ ম্যানুয়াল গাইড পিডিএফ ডাউনলোড - ক্লিক করুন
Student Credit Card Registration অফিসিয়াল ওয়েবসাইট - ক্লিক করুন
পোস্টটি ভাল লাগলে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন।