দুয়ারে সরকারে জমির মিউটেশন ও ভুল সংশোধনের প্রয়োজনীয় ডকুমেন্টস | Land Mutation

Land Mutation's Essential Documents In Duare Sarkar - পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ কৃষি জমির মিউটেশন এবং জমি রেকর্ডের ছোটখাটো ভুলের সংশোধন নিয়ে সমস্যার মধ্যে আছেন তারা এখন খুবই সহজে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনার জমির মিউটেশন ও ভুলের সংশোধন করাতে পারবেন। 

    দুয়ারে সরকার ক্যাম্পে কৃষি জমির মিউটেশন ও জমি রেকর্ডের ছোটখাটো ছাপার ভুলের সংশোধন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন সেই নিয়ে এই পোস্টে ডিটেলস আলোচনা করা হলো।

    Land Mutation's Essential Documents

    বর্তমানে রাজ্যের বিভিন্ন  দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে আপনি সরকারি প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে শুরু করে ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকারকে পদক্ষেপ সফলভাবে মানুষের কাছে আসতে পেরেছে। 

    জমির মিউটেশন সংক্রান্ত কি কি পরিষেবা আপনি পাবেন?

    রেকর্ডকৃত মালিক রায়তের কাছ থেকে সরাসরি কেনা কৃষিজমি উত্তরাধিকার সূত্রে পাওয়া পূর্বসূরী মালিকাধীন জমির মিউটেশন এবং জমির নথিপত্রে ছোটখাটো ছাপা গত ভুল সংশোধন আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে করতে পারবেন।

    কৃষি জমির মিউটেশন এর জন্য কি কি নথি বা তথ্যের প্রয়োজন -

    • রেজিস্টার্ড দলিলের কপি
    • আধার কার্ডের কপি
    • মিউটেশনের জন্য ঘোষণা
    • কৃষি জমিতে কেবলমাত্র কৃষিকাজের জন্য ব্যবহৃত হবে এই মর্মে ঘোষণা
    • মিউটেশনের জন্য পেশ করার দলিলটি জাল অথবা বিকৃত নয়- এই মর্মে ঘোষণা

    উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মিউটেশন এর জন্য কি কি নথি প্রয়োজন - 

    • আইনি উত্তরাধিকার সংক্রান্ত সার্টিফিকেটের কপি
    • জমির মৃত মালিক /রায়তের ডেথ সার্টিফিকেটের কপি
    • আইনি উত্তরাধিকারীর আধার কার্ডের কপি

    জমির রেকর্ড এর ছোটখাট ভুল সংশোধনের জন্য কি কি নথি প্রয়োজন?

    • খতিয়ানের যে অংশটি সংশোধিত হবে তার সংশ্লিষ্ট দলিলের কপি।
    • আধার কার্ড /ভোটার কার্ড

    কিভাবে সংশোধন বা মিউটেশন করবেন ?

    প্রথম পদ্ধতি : আপনার ব্লকে দুয়ারে সরকার ক্যাম্পে, উপরোক্ত প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করবেন। সেখানে যে আধিকারিক বা কর্মী থাকবেন তিনি সব কিছু বুঝিয়ে দেবেন।

    দ্বিতীয় পদ্ধতি : প্রয়োজনীয় নথি নিয়ে আপনার বি এল আর ও অফিসে যোগাযোগ করুন এবং নথি সহ আবেদন পত্র জমা দিন।

    তৃতীয় পদ্ধতি : এছাড়া, আপনি অনলাইনে ' Banglar Bhumi ' ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। 

    বাংলার ভূমি ওয়েবসাইট লিঙ্ক - ক্লিক করুন