How To Open Bank Account In Duare Sarkar - রাজ্য সরকারের তরফ থেকে প্রতি ব্লকে ব্লকে 'দুয়ারে সরকার' আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অনেক জেলা ব্লকে Duare Sarkar Camp ও শেষ হয়ে গেছে। দুয়ারে সরকার যে সমস্ত কাজ আপনারা করতে পারবেন, তার মধ্যে অন্যতম একটি Bank Account Open করা। আপনারা সহজেই আপনার ব্লকের দুয়ারে সরকার প্রোগ্রাম থেকে Bank Account খুলতে পারবেন।
'দুয়ারে সরকার' কি?
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘোষনা করেছেন, জনগনের বিভিন্ন সরকারি কাজের জন্যে বা সরকারি সহয়তা মূলক কাজের জন্যে প্রতিবছর ২ বার করে সমস্ত জেলার ব্লকে ব্লকে দুয়ারে সরকার আয়োজন করা হবে। এখানে আপনি, আপনার সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পেতে যে সমস্ত সহয়তা প্রয়োজন, সেগুলি পেয়ে যাবেন।
দুয়ারে সরকারে কি কি সুবিধা পাবেন?
- স্বাস্থ্যসাথী কার্ড করা ও সংশোধন
- কন্যাশ্রী প্রকল্প
- রুপশ্রী প্রকল্প
- খাদ্যসাথী ( নতুন রেশন কার্ড ও সংশোধন)
- শিক্ষাশ্রী স্কলারশিপ
- তপসিলী জাতি / আবিবাসী / ওবিসি শংসাপত্রের কাজ
- জয় জোহর / তপসিলী বন্ধু পেনশন প্রকল্প
- মানবিক প্রকল্পের সুবিধা
- ১০০ দিনের কাজ
- সংখ্যালঘু দের ঐক্যশ্রী স্কলারশিপ
- লক্ষীর ভান্ডার প্রকল্প ( Laxmir Bhandar Scheme)
- পশ্চিম বঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড ( West Bengal Student Credit Card)
- কৃষক বন্ধু ( নতুন)
- বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা
- কৃষি জমির মিউটেশন ও জমির রেকর্ড সংক্রান্ত ছোটো খাটো ভুল সংশোধন
- নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা
Bank Account খোলার প্রয়োজন কেন?
লক্ষীর ভান্ডার, মানবিক, কৃষকবন্ধু ইত্যাদি সরকারি প্রকল্পে সুবিধার টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরি। তাই দুয়ারে সরকার ক্যাম্পে আপনি সহজেই Bank Account Open করতে পারবেন।
দুয়ারে সরকার ক্যাম্পে Bank Account Open করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে?
সেভিংস ব্যাংক একাউন্ট খোলার সময় কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য যেগুলি প্রয়োজন -
১. তিন কপি পাসপোর্ট মাপের ছবি।
২. পরিচয় সংক্রান্ত প্রমাণের জন্য নিচের যেকোন একটি ডকুমেন্ট থাকতে হবে -
- আধার কার্ড।
- ভোটার কার্ড।
- প্যান কার্ড।
- ড্রাইভিং লাইসেন্স।
৩. ঠিকানা সংক্রান্ত প্রমাণের জন্য নিচের যেকোন একটি ডকুমেন্ট থাকতে হবে -
- পাসপোর্ট।
- ভোটার কার্ড।
- ড্রাইভিং লাইসেন্স।
- বিদ্যুতের বিল /মোবাইলফোন/ ল্যান্ডলাইন টেলিফোন বিল ( বিল ছয় মাসের বেশি পুরনো হলে চলবে না)
- কনজিউমার গ্যাস কানেকশন কার্ড অথবা বিল।
- সরকারি আধিকারিক স্বীকৃত সরকারি কর্তৃপক্ষের দেওয়া চিঠি।
- বাড়ি কেনার দলিলের কপি।
- গত তিন মাসের ভাড়ার রশিদ সহ লীগ চুক্তির কপি।
- বসবাসের প্রমাণ হিসেবে নিয়োগকর্তার দেওয়া সার্টিফিকেট।
দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে উপরোক্ত নথি পত্র সহ, ব্যাঙ্ক কতৃপক্ষের দেওয়া নির্দিষ্ট ফর্ম আপনাকে ফিলআপ করে জমা দিতে।
Nah 🙂🙂🙂ata bhul jano tumi, bank Account joint 1st name adult female 25 age hola, jolbha, aga jano valo koro then bolo.
ReplyDeleteরাজ্য সরকার যে অফিসিয়াল নোটিস প্রকাশ করেছে, সেখানে যে তথ্য দেওয়া আছে, সেগুলোই দেওয়া হয়েছে এখানে। আর আপনি বলছেন ভুল এটা। তার মাসে সরকারি নোটিস কে ভুল বলছেন?
Delete