News Desk : চলতি সপ্তাহে বেশ কিছু চাকরীর [WBPSC Recruitment] বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। পিএসসি সূত্রের খবর, রাজ্যের শিক্ষা দপ্তর, অর্থ দপ্তর, ও উদ্যান পালন মিলিয়ে প্রায় ২৬১ পদে এই নিয়োগ হবে। অগ্রঅধিকারের ভিত্তিতে নিয়োগ হবে বলে, জানা যাচ্ছে।
পিএসসি সূত্র অনুসারে, রাজ্যে উচ্চ শিক্ষা দপ্তরে ১৭১ অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর এবং রাজ্যে বিভিন্ন দপ্তরে অর্থ বিষয় দেখার জন্যে অডিট ও অ্যাকাউন্ট্যান্টস পদে নিয়োগ ৭০ জন। এছাড়া উদ্যান পালন দপ্তরে ২০ জন প্রযুক্তি সহায়ক পদে নিয়োগ হবে। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি গুলো অফিসিয়াল সাইটে প্রকাশ হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, পিএসসির সাইটে গিয়ে।
পিএসসির এক আধিকারিকের কথায়, লকডাউনের জন্যে আমরা পরীক্ষার নেওয়া বন্ধ রেখেছি। রাজ্য সরকারের সংকেত পেলেই তা শুরু হবে। তাছাড়া বিভিন্ন রেজাল্ট ও অনলাইন ইন্টারভিউ নেওয়া চালিয়ে যাব আমরা।
At the same time, they can't prosecute foreign on 파라오 카지노 line casino operators and only block their websites. Players in these international locations cannot be punished and might gamble at any website they will entry. In 2017, we launched a predictive tool called Green Gaming, which is our answer to accountable and safe gaming. This tool can analyze a customer’s enjoying in} efficiency in an try to curb any dangerous habits or enjoying in} styles. Using this tool, our prospects can obtain insights and analyses about their gaming conduct, unique to them and no one else.
ReplyDelete