হ্যালো বন্ধুরা, Edu Exclusive ব্লগে সবাই কে স্বাগতম। আমরা সবাই জানি চাকরীর পরীক্ষার জন্যে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ন একটি বিষয়ে। তাই Edu Exclusive ব্লগ সমস্ত চাকুরী পরীক্ষার্থীদের জন্যে Daily Current Affairs in Bengali আপডেট নিয়ে এল। দিনে সেরা, চাকরীর পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি পেয়ে যাবেন এই ব্লগে।
Daily Current Affairs in Bengali 2020, সাম্প্রতিক সমস্ত বিষয়ের উপর Current Affairs দিয়ে আমাদের এই ব্লগ সাজানো থাকবে। Bengali Current Affairs গুলি WBCS, WBPSC, WBP, WBMSC, MSVWB সমস্ত পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ন।
Current Affairs in Bengali - 3rd September, 2020
১. বিশিষ্ট আর্কিটেক্ট William Can Aien এর জন্মদিন উপলক্ষে ৩ সেপ্টেম্বর Skyscraper Day পালিত হয়।২. ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে পদ্মাকর।
৩. ইতিহাসবিদ রামচন্দ্র গুহর বই Commonwealth of Cricket: A life long Love Affair with the most subtle and Sophisticated Game Known to Humankind Harper Collins India এবং William Collins UK এর দ্বারা নভেম্বর প্রকাশিত হতে চলেছে।
৪. সরকারি কর্মচারীদের Mission Karmayogi নামক ন্যাশনাল প্রোগ্রামের অনুমোদন দিলো কেন্দ্র।
৫. আমেরিকান অভিনেতা Channing Tatum বাচ্চাদের জন্য তার প্রথম বই "The one and only Sparkella" প্রকাশ করার কথা ঘোষণা করলেন।
৬. Indian Trade Promotion Organization (ITPO)'র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর L.C Goyal এর কার্যকাল ০১ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত বৃদ্ধি পেলো।
৭. শ্বাস কষ্টের রোগীদের জন্য পোর্টেবল ভেন্টিলেটর "SpiceOxy" চালু করলো Spicejet।
৮. প্রাক্তন Olympic Giant Slalom Champion Viktoria Rebensburg ৩০ বছর বয়সে খেলা থেকে অবসর নিলেন।
৯. Water heroes contest 2.0 চালু করলো জলশক্তি মন্ত্রণালয়।
১০. পৃথিবীর সবচেয়ে বড় নৌবাহিনী হিসেবে স্বীকৃতি পেলো চিনের নৌবাহিনী।
Current Affairs in English Version
1. September 3 Skyscraper Day to mark the birthday of eminent architect William Can Aien.2. K Padmakar has been appointed as the Chairman and Managing Director of Bharat Petroleum Corporation Limited.
3. Historian Ramchandra Guhar's book Commonwealth of Cricket: A Life Long Love Affair with the Most Subtle and Sophisticated Game Known to Humankind Harper Collins India and William Collins UK will be published in November.
4. The Center approved a national program for government employees called Mission Karmayogi.
5. American actor Channing Tatum has announced the release of his first book for children, "The One and Only Sparkella".
6.The tenure of L.C. Goyal, Chairman and Managing Director of Indian Trade Promotion Organization (ITPO) has been extended till September 1, 2021.
7.Spicejet has launched the portable ventilator "SpiceOxy" for patients with shortness of breath.
8.Former Olympic giant Slalom champion Viktoria Rebensburg has retired from the sport at the age of 30.
9. Water heroes contest 2.0 was launched by the Ministry of Water Power.
10. The Chinese navy has been recognized as the largest navy in the world.
Comments
Post a Comment