রাজ্যের ৩০ হাজার স্কুলে শাক সবজির বাগান করার পরিকল্পনা শিক্ষা দপ্তরের

রাজ্যের ৩০ হাজার স্কুলে শাক সবজির বাগান করার পরিকল্পনা শিক্ষা দপ্তরের 


ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ন তথ্য পেতে ( বাংলা ও ইংরাজী দুটি ভাষায়)ক্লিক করুন 


News Desk : রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে নতুন একটি প্রোজেক্ট শুরু করতে চলেছে, রাজ্য শিক্ষা দপ্তর। চলতি বছরে, রাজ্যের প্রায় ৩০ হাজার স্কুলে শাক সবজির বাগান তৈরী করতে চলেছে শিক্ষা দপ্তর। এই প্রকল্পের জন্যে মোট খরচ হবে ১৫ কোটি টাকা।

প্রাথমিক ভাবে বলা হয়েছে, কলকাতা সহ পাশের ৩ টি জেলাতে সবজি বাগান এখুনি হবে না।  জেলা শহরের বিভিন্ন স্কুলে আগে এই প্রোজেক্ট শুরু করা হবে। কেন্দ্র কে পাঠানো রাজ্য শিক্ষা দপ্তরের রিপোর্টের মধ্যে এই প্রোজেক্টের কথা বলা হয়েছে।  সূত্রের খবর, প্রতিটি বাগান তৈরী করতে সব মিলিয়ে ৫ হাজার টাকা করে ধরা হয়েছে। এই প্রকল্পের উদ্যেশ্য হল,  স্কুল ফার্মিং থেকে সবুজ সবজি, বাচ্ছাদের মিড ডে মিলে দেওয়া। এবং সবজি বাবদ টাকা, দিয়ে অন্য পুষ্টি কর খাবার কেনা।

স্কুলে শাক সবজির বাগান করার পরিকল্পনা


গুরুত্বপূর্ন আরও খবর :

পরীক্ষা ও ইন্টারভিউ এই মুহুর্তে হবে না, জানাল পিএসসি

রাজ্যে ১০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ, নার্স নিয়োগের ইন্টারভিউ জুলাই থেকে শুরু

রিপোর্ট সূত্রের খবর, মুর্শিদাবাদ, পূর্ব মেদনীপুর, পশ্চিম মেদনীপুরে, বাঁকুড়া,  পূর্ব বর্ধমান, পুরুলিয়া জেলার স্কুল গুলিতে সবচেয়ে বেশী সবজি বাগান তৈরী হবে।  তবে কালিংপঙ জেলা কে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে।