Skip to main content

পরীক্ষা ও ইন্টারভিউ এই মুহুর্তে হবে না, জানাল পিএসসি

পরীক্ষা ও ইন্টারভিউ এই মুহুর্তে হবে না, জানাল পিএসসি


News Desk : লকডাউনের জন্যে অনেক পরীক্ষা ও ইন্টারভিউ বাতিল করেছিল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। সুতারং সেই সব পরীক্ষা কবে হবে সেটা নিয়ে, পরীক্ষার্থীদের মধ্যে ধৌঁয়াশা তৈরী হচ্ছিল। কিন্তু এক প্রেস বিজ্ঞপ্তি তে পিএসসির এক অফিসার জানান, গন পরিবহন যতক্ষন স্বাভাবিক না হচ্ছে, এবং পরিস্থিতি অনুকূলে না এলে পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়।

কারন, অনেক পরীক্ষার্থী পরীক্ষা হলে পৌঁছাতে পারবে না। এছাড়া এত বেশী পরীক্ষার্থীকে সোশাল ডিস্ট্যান্সিং মেনে পরীক্ষা নেওয়া ও অসম্ভব। এবিষয়ে নবান্নের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Latest WBPSC News Update 2020 



প্রসঙ্গত, ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করেছে পিএসসি। শুধুমাত্র আগে  নেওয়া পরীক্ষা গুলির মূল্যায়ন ও ফলপ্রকাশের কাজ চলছে। এই লক ডাউনের মধ্যে অনেকগুলি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবং আরও পরীক্ষার ফল প্রকাশ হবে বলে জানানো হয়েছে পিএসসির তরফ থেকে।

বি:দ্র : পিএসসি, এসএসসি সহ এডুকেশন সংক্রান্ত যেকোনো আপডেট পেতে আমাদের ব্লগ ( www.eduexclusive.in) অনুসরন করুন প্রতিদিন।

Note : We are sharing Latest WBPSC News Updates. Many Candidates are waiting for WBPSC Exam date, PSC Result, PSC Admit Card. Here We are sharing all important information. 

Comments