পিএসসির সু'খবর, ফলপ্রকাশ ও অনলাইনে ইন্টারভিউ এর ভাবনা
News Desk : সারা দেশ জুড়ে চলছে লকডাউন। তার মধ্যে বিভিন্ন পদের নিয়োগের কাজ শুরু করে দিল রাজ্য পাবলিক সার্ভিস কমিশনন। কয়েকদিন আগেই, লক ডাউনের মধ্যে দুটি নিয়োগের ফল প্রকাশ করেছে পিএসসি। চুড়ান্ত নামের তালিকা ও প্রকাশ করা হয়েছে। সোশাল ডিস্ট্যান্সিং মেনে এবার অভিনব পদ্ধতির কথা ভেবেছে WBPSC.
অনলাইনে ইন্টারভিউ নেওয়ার কথা ভাবছে, রাজ্য পাবলিক সার্ভিস কমিশস। এই মুহুর্তে কম কর্মী নিয়েই কাজ করে চলেছে পিএসসি বোর্ড। নিয়োগ প্রক্রিয়া যেন থমকে না যায়, সেদিকেই খেয়াল রেখে এগিয়ে চলেছে কমিশন।
অ্যাসিস্ট্যান্ট হার্টিকালচারিস্ট, পলিটেকনিক কলেজর, অঙ্কের লেকচার পদের রেজাল্ট প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। সূত্রের খবর কিছু দিনের মধ্যেই, PSC IDO Result ও প্রকাশ হবে, এবং পলিটেকনিক কলেজ গুলিতে ফিজিক্সের লেকচার পদে পরীক্ষার্থীদের ইন্টারভিউ সিডিউল প্রকাশ হবে।
কমিশনের তরফ থেকে বলা হয়েছে, লক ডাউন উঠলে, সমস্ত পরীক্ষার সিডিউল নতুন করে শুরু হবে এবং যে সব পদে পরীক্ষার্থীর সংখ্যা কম, সেই সব পদের ইন্টারভিউ অননলাইনে নেওয়ার কথা ভাবছে PSC.
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।