ঘরে ঘরে হবে কোরোনার টেলি সমীক্ষা, এই নাম্বার থেকে আসবে ফোন কল
News Desk : সারা ভারতে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোনোরকম ভাবে প্রতিরোধ গড়া যাচ্ছে না। লকডাউনে থাকার সত্বেও, আক্রান্তের সংখ্যা প্রতিদিন বিরাট মাত্রায় বেড়ে চলেছে। আবার, অনেক উপসর্গহীন দের মধ্যে ধরা পড়ছে, কোভিড - ১৯।
তাই, কেন্দ্র সরকার এবার শুরু করতে চলেছে, ঘরে ঘরে টেলিফোন সমীক্ষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের থেকে জানানো হয়েছ, প্রতি বাড়ি ফোন কল করে সমীক্ষা করা হবে। এবং সেই সমস্ত তথ্য নতিভুক্ত করা হবে।
Telephone Survey For COVID-19 India
কেন্দ্রীয় স্বাস্থ্যদপ্তর থেকে জানানো হয়েছে ১৯২১ নাম্বার থেকে প্রত্যেকের ফোনে কল যাবে। এবং সেখানে কোরোনা সংক্রান্ত কিছু প্রশ্ন করা হবে। এটিই সরকার থেকে প্রথম টেলি সমীক্ষা। কেন্দ্রীয় সরকারি সংস্থা এনআইসি বা, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এই সমীক্ষার কাজ করবে।
ফোন কল করে, পরিবারের কেউ অসুস্থ আছে কিনা, বা কেউ কোররোনার উপসর্গে আক্রান্ত কিনা, ডিটেলস জানতে চাওয়া হবে। সরকারি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ১৯২১ নাম্বার ছড়া, অন্য কোনো নম্বর থেকে এধরনের সমীক্ষা হলে তা সম্পুর্ন ভুয়ো বা জাল।
বি:দ্র : পোস্ট অবশ্যই নীচের শেয়ার বাটনে ক্লিক করে, বন্ধু, পরিবার সবার কাছে পৌঁছে দিন।
Comments
Post a Comment