Skip to main content

খুলল PSC অফিস , বন্ধ হওয়া নিয়োগের পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চালু হল

খুলল  PSC অফিস , বন্ধ হওয়া নিয়োগের পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চালু হল

News Desk : লকডাউনের মধ্যে খুশির খবর শোনাল West Bengal Public Service Commission. গত ২০ এপ্রিল থেকে নবান্ন থেকে নির্দেশ পাওয়ার পর অফিস শুরু করেছে পিএসসি। তবে উপযুক্ত, সামাজিক দূরত্ব ও নিয়ম মেনেই অফিস করছে পিএসসির স্টাফরা। 

PSC থেকে জানানো হয়েছে,  লক ডাউনের ফলে ছোটো বড় সমস্ত পরীক্ষা মিলিয়ে তিরিশ টির মত পরীক্ষা বাতিল করা হয়েছিল এবং অসংখ্য ইন্টারভিউ স্থগিত করা হয়েছিল।  লকডাউন ওঠার পরেই বাতিল হওয়া পরীক্ষা নেওয়ার তোড়জোড় শুরু করল PSC. তবে এই মুহুর্তে -


PSC

দেশের যা পরিস্থিতি তাতে, ৩রা মে লক ডাউন উঠবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। আরও মাস খানেক বাড়তে পারে। PSC এর তরফ থেকে সারা বছরের যে পরীক্ষার সময় তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই অনুযায়ী পরীক্ষা নিতে পারবে না, বলে মনে করছে পিএসসি।


West Bengal Public Service Commission এর চেয়ারম্যান দেবাশিস বসু জানান, যে পরীক্ষা গুলি বাতিল হয়েছে, লকডাউন উঠলেই আগে সেই পরীক্ষা গুলি নেওয়ার প্রস্তুুতি নেওয়া হচ্ছে। সব কিছু স্বাভাবিক হলে, অফিসিয়াল নোটিস দিয়ে জানানো হবে।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে  বন্ধুদের সাথে শেয়ার করুন। 

Comments