কোরোনা এফেক্টস : রাজ্যে বন্ধ হল চাকরীর রিক্রুটমেন্ট
News Desk : কোরোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। আর এই মহামারির ফলে যে, সারা বিশ্ব জুড়ে একটি অর্থনৈতিক সঙ্কট দেখা দেবে, সেটা সবাই বুঝে গেছে। এবং তার ফল ও আমাদের দেশে পড়বে।
কোরোনা ভাইরাসের ফলে, আমাদের রাজ্য অর্থনৈতিক সঙ্কটাবস্থার মধ্যে। এরই মধ্যে আজ রাজ্য সরকার নোটিস দিয়ে জানিয়ে দিল অর্থনৈতিক কারনে, যেসমস্ত জিনিষ গুলো বাতিল ৩০/০৬/২০২০ পযর্ন্ত আপাতত বন্ধ রাখা হল। তারপর রাজ্য সরকার তার সুবিধা মত আবার চালু করবে। জেনে নিন -
১। নতুন নিয়োগ আপাতত বন্ধ করল রাজ্য সরকার। অর্থাৎ নতুন নিয়োগের কোনো নোটিস বের হবে না। পুরানো বিজ্ঞপ্তি গুলোর পরীক্ষা হয়তো হবে, কিন্তু তার নিয়োগ যে কতদিনে সম্পন্ন হবে, সেটিও প্রশ্নতীত।
২। নতুন প্রকল্প বন্ধ করা হয়েছে।
৩। নতুন গাড়ী, কম্পিউটার, ফার্নিচার কেনা যাবে না।
৪। গাড়ি ভাড়া করা যাবে না।
৫। GPF থেকে শুধু মাত্র বিবাহ, চিকিৎসা, ও পড়াশুনার জন্যে টাকা তোলা যাবে।
তবে পুরানো প্রকল্প, কন্যাশ্রী টাকা যেমন ভাবে চলছিল, তেমনি চলবে জানিয়েছে রাজ্য সরকার।
বি: দ্র : পোস্টটি শেয়ার করুন নীচের হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে বন্ধুদের সাথে।
afgari j prili ta holo .seta hobe to?
ReplyDeleteহ্যাঁ, হবে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস ও পিছিয়ে যেতে পারে।
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete