Skip to main content

WBPSC Miscellaneous GK Questions - মিসলেনিয়াস জিকে প্রশ্নত্তোর - পর্ব ৭

WBPSC Miscellaneous GK Questions - মিসলেনিয়াস জিকে প্রশ্নত্তোর - পর্ব ৭


PSC Miscellaneous General Knowledge 2020 : হ্যালো বন্ধুরা, পিএসসি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা, আগামী সপ্তাহে অনুষ্টিত হবে। তাই পরীক্ষায় আসতে পারে, এমন কিছু PSC Miscellaneous GK in Bengali 2020 সঙ্কলন এখানে দেওয়া হল। এবার থেকে 'Edu Exclusive' বিভিন্ন পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ন General Knowledge Question & Answer প্রকাশ করবে।

পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় ৭৫ টি জেনারেল নলেজ প্রশ্ন থাকবে। তাই PSC Miscellaneous General Knowledge in Bengali খুব বেশী গুরুত্বপূর্ন সমস্ত চাকরী পরীক্ষার্থীদের জন্যে। Miscellaneous General Science in Bengali GK. 





PSC Miscellaneous General Knowledge Questions with Answer available here. Many Aspirants are looking for Bengali General Knowledge for PSC Miscellaneous Preparation. So we have provided everyday GK Questions With Answer below here.

মিসলেনিয়াস জিকে প্রশ্নত্তোর - পর্ব ৭


১। ইটাই ইটাই রোগটি প্রথম কবে, কোথায় ধরা পড়েছিল - সুইডেন, ১৯৪২।
৩। কোন ক্ষেত্রে ২০১৮ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়নি - সাহিত্য।
৪। বিমানের উপর প্রযুক্ত উত্থান বল, কার উপর নির্ভর করে - বার্নৌলির নীতি।
৫। অভিষেক নায়ার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন - ক্রিকেট।
৬। একটি দোলনরত সরল দোলকের মোট শক্তি - সর্বদা ধ্রুবক।
৭। সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধ হয় - ১৮২৯।
৯। মূলত কার উদ্যোগে কোঠারি কমিশন গঠিত হয়েছিল - এম.সি. চাগলা।
১০। দাহিকালা কোন রাজ্যের প্রাদশিক নৃত্য - মহারাস্ট্র।
১১। সোলানাম লাইকোপারকিসাম, কীসের বিজ্ঞানসম্মত নাম - টমাটো।
১২। কোনটি মানব দেহে ঝিল্লি হিসেবে কাজ করে - কিডনি।
১৩। ২০১৯ সালে বিশ্ব ক্ষুদা সূচকে ভারতের স্থান কত - ১০২।
১৪। বডি স্প্রে এর জন্যে ব্যবহৃত অ্যাটোমাইজারে, কোন নীতি প্রয়োগ করা হয় - বার্নৌলির নীতি।
১৫। পৃথিবীর প্রথম সাহিত্য কোনটি - ঋকবেদ।
১৬। কোশের শক্তিঘর কোনটি - মাইট্রোকন্ড্রিয়া।
১৭। Dyslexia বলতে কী বোঝায় - পঠনগত অক্ষমতা।
১৮। কোনটি ইমালসন - দুধ।
১৯। ইন্ডিয়ান ব্যাঙ্কের অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কে - রজনীশ কুমার।
২০। একটি তেজস্ক্রিয় পদার্থের উদাহরন - পটাশিয়াম ইউরেনিল সালফেট।

Comments