Skip to main content

স্বাস্থ্যদপ্তরে ১২০০০ শূন্যপদে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

স্বাস্থ্যদপ্তরে ১২০০০ শূন্যপদে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি আসছে 


News Desk : রাজ্যের স্বাস্থ্যদপ্তরে ১২ হাজার শূন্যপদে (WBHRB Recruitment 2020)  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে শীঘ্রই। নিয়োগ করবে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। বোর্ড সূত্র থেকে রবিবার জানানো হয়েছে, চিকিৎসক, নার্স, ও টেকনোলোজিস্ট মিলিয়ে ১২ হাজার শূন্য পদে নিয়োগ হতে চলেছে, রাজ্যের সমস্ত স্বাস্থ্য দপ্তরে। জানা গিয়েছে, এর মধ্যে ৯৩৩৪ শূন্য পদে স্টাফ নার্স  নিয়োগ হবে। ৮৬৩ পদে মেডিকেল টেকনোলোজিস্ট ও ১৫০০ শূন্যপদে মেডিকেল অফিসার নিয়োগ করা হবে। 

WBHRB Recruitment 2020 

WBHRB Staff Nurse Recruitment 2020

WBHRB Staff Nurse Recruitment 2020

WBHRB এর চেয়ারম্যান ড: তাপস মন্ডল জানিয়েছেন, নার্স ও ডাক্তার নিয়োগের নোটিস, মার্চ ২০২০ এর মধ্যেই প্রকাশ করা হবে। আর তারপর মেডিকেল টেকনোলোজিস্ট পদের বিজ্ঞপ্তি আসবে। প্রসঙ্গত, এর আগে ৮ হাজার পদে স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল West Bengal Health Recruitment Board. কিন্তু মাত্র ৬৩২ তার মধ্যে মাত্র সিলেক্ট হয়েছিল। তাই এখনএ ৭৩৬৮ টি শূন্যপদ ফাঁকা থেকে গেছে এবং তার সাথে আরও ২০০০ পদে সিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।


এবছর, অনেক পরীক্ষার্থী তাদের নার্সিং কোর্স শেষ করছে, তাই মনে করা হচ্ছে এবার প্রতিযোগী অনেক বেশীই হবে এবং ৯৩৩৩ শূন্যপদ পূরন হয়ে যাবে। তবে রিক্রুটমেন্ট বোর্ডে চিন্তা GMO অর্থাৎ জেনারেল মেডিকেল অফিসার নিয়োগ করা নিয়ে। কারন, এর আগেও প্রায় ১ হাজার পদে ডাক্তার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল WBHRB, কিন্তু মাত্র ৬০০ জন ডাক্তার কে পাওয়া গিয়েছিল। তার মধ্যে আবার অনেকেই কাছে যোগ দেন নি। সুতারং শূন্যপদ অনেক থেকে গেছে।

আরও পড়ুন :  কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে, ৭ লাখ শূন্যপদে লোক নেওয়া নির্দেশ

WBHRB থেকে জানানো হয়েছে, মেডিকেল টেকনোলোজিস্ট পদের মধ্যে সবথেকে বেশী শূন্যপদ আছে, ইসিজি ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগে। ৮৬৩ মেডিকেল টেকনোলোজিস্ট শূন্যপদের মধ্যে ৩১৭ পদে ECG বিভাগে নিয়োগ হবে এবং ৩৩২ পদে ক্রিটিক্যাল কেয়ার বিভাগে নিয়োগ হবে। এছাড়া, অপারেশন থিয়েটার, রেডিও টেকনোলোজিস্ট, ডায়ালিসিস টেকনোলোজিস্ট, ক্যাথল্যাব টেকনোলোজিস্ট বিভিন্ন পদে শূন্যপদ রয়ে গেছে।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে  বন্ধুদের সাথে শেয়ার করুন। 

Comments

Popular posts from this blog

Free Government Beautician Training Course In West Bengal

Free Government Beautician Training Course 2022 in West Bengal eligibility, age limit, training center, the Application process, and other details are available in my Blog. This is a good opportunity for the Schedule Cast and Schedule Tribe caste female candidates. The organization has invited all eligible candidates to the online application for the West Bengal Government free Beautician Course 2022 .  Table Of Contents Free Government Beautician Training Course In West Bengal  West Bengal SC ST & OBC Development and Finance Corporation has released a notification for the Beautician Course 2022 free . I know lots of female candidates are looking for Govt Free Beautician Course . Here are the full details.  Free Beautician Course in West Bengal online applies link available below. Only ST and SC female candidates are eligible for this course. You may easily apply online for free. So all the candidates are requested to read this post carefully and apply.  Tr

Life Science Class 10 in Bengali Mock Test - Day 5

Life  Science Class 10 in Bengali Quiz mock Test : বন্ধুরা, মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নত্তোর যে কোনো চাকরীর পরীক্ষা ও Madhymik Exam এর জন্যে খুবই গুরুত্বপূর্ন।  Life Science in Bengali Mock Test Free এই ব্লগে পাবেন। যারা WBCS Mock Test, WBP Mock Test free দিতে চান, তারা অবশ্যই আমার এই ব্লগ প্রতিদিন ভিজিট করুন।  Life Science Class 10 in Bengali Life Science Question with answer in Bengali প্রতিদিন মকটেস্ট পরীক্ষা তে অংশ গ্রহন করুন। সময় অনুসারে মকটেস্ট দিয়ে আপনার নিজের মেধা যাচাই করুন। Railway Group D General Science in Bengali Mock Test সিরিজ ২০২১. Class 10 Life Science Question Answer in Bengali Chapter 1 Mock Test দিন সম্পুর্ন ফ্রী তে।  মনে রাখবেন, ডব্লিবিসিএস,  পিএসসি সহ রাজ্য সরকারে পুলিশের বিভিন্ন পরীক্ষার জীবন বিজ্ঞান MCQ থেকে অনেক প্রশ্ন আসে। তাই মকটেস্ট প্রতিদিন দিন। কিভাবে মকটেস্ট দেবেন ?  প্রথম স্টেপ :  নীচের 'Start Mock Test' বাটনে ক্লিক করবেন। দ্বিতীয় স্টেপ  : প্রশ্নের সঠিক উত্তর সিলেক্ট করবেন এবং 'Next Question' বাটনে ক্লিক করবেন। তৃতীয় স্টেপ  : উত্তর সি

ওয়েস্ট বেঙ্গল গ্রামীন ডাক সেবক স্যালারি, কাজ, ছুটি ডিটেলস জেনে নিন

ওয়েস্ট বেঙ্গল গ্রামীন ডাক সেবক স্যালারি, কাজ, ছুটি ডিটেলস জেনে নিন News Desk : অনেক অপেক্ষা থাকার পর পশ্চিমবঙ্গ সার্কেলের গ্রামীন ডাক সেবক নিয়োগের ফল প্রকাশ হয়েছে। গ্রামীন ডাক সেবক দের কাজ, বেতন, ছুটি নিয়ে সবার মধ্যে একটি জিজ্ঞাসা রয়েছে। তাই West Bengal GDS Recruitment সম্পর্কিত সমস্ত ডিটেলস এখানে তুলে ধরা হল - ১. এটা সম্পুর্ন ভাবে কেন্দ্র সরকারের চাকরীর বলা যায় না, কারন এর কোনো সার্ভিস বুক নেই। তাই সেন্ট্রাল গভ: এর সমস্ত সুবিধে পাবেন না। তবে চাকরী নিয়ে অনিশ্চয়তার কোনো কারন নেই। ২। এখানে ৩ টি পদ থাকে ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার (BPM),  মেল কালেক্টর ( MC) এবং MD (মেল ডেলিভার)। সমস্ত প্রকার এডুকেশন নিউজ পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হন-  ক্লিক করুন West Bengal GDS Salary, Duty, Holiday, Details ৩। ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার দের কাছের সময় ৫ ঘন্টা। যদি অফিসে কাজ থাকে, তবে আরেকটু বেশী সময় লাগতে পারে। MD দের চিঠি বিলি করার সময় ৫ ঘন্টার বেশি লাগতে পারে এবং MC এর একটু কম সময় ডিউটি। ৪। BPM এর দের দায়িত্ব সবথেকে বেশী। পুরো অফিসের দায়িত্ব তাদের এবং MD এর চিঠি ও ক্যাশের দায়িত্ব ও ত