Skip to main content

এপ্রিল- মে মাসে ও এনটিপিসি পরীক্ষা হবে না, অফিসিয়াল লেটেস্ট আপডেট

প্রিল- মে মাসে ও এনটিপিসি পরীক্ষা হবে না, অফিসিয়াল লেটেস্ট আপডেট


News Desk : RRB NTPC পরীক্ষার অফিসিয়াল লেটেস্ট নিউজ আপডেট প্রকাশ হল আজ। বিশাল সংখ্যক পরীক্ষার্থীরা অপেক্ষা করে আছেন RRB NTPC পরীক্ষার তারিখ নিয়ে। ১ বছর হয়ে গেল, কবে অ্যাডমিট কার্ড প্রকাশ হবে, তার অপেক্ষায় আছেন। কিন্তু রেলওয়ে বোর্ড থেকে কোনো রকম অফিসিয়াল আপডেট করা হয়নি।

RRB NTPC Exam Date 2020 



আজ, আরআরবি ভোপাল রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটি নোটিস প্রকাশ করা হয়েছে, যেখানে পরীক্ষার সংঘঠিত করার এজেন্সিদের  টেন্ডার ডাকা হয়েছে। সুতারং বোঝাই যাচ্ছে, এখনও পরীক্ষা কোন এজেন্সি নেবে, সেটাই ঠিক করা হয়নি। অফিসিয়াল নোটিসে বলা হয়েছে-

RRB NTPC Exam Date 2020

ক্লারিফিকেশন জমাদেওয়ার শেষ তারিখ - ১২/০৩/২০২০
প্রি বিড কনফারেন্সে তারিখ - ২৪/০৩/২০২০
অনলাইনে টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ - ১৬/০৪/২০২০
টেকনিক্যাল বিড খোলার তারিখ - ১৬/০৪/২০২০


অফিসিয়াল নোটিস থেকে বোঝাই যাচ্ছে, এপ্রিল মাসের মধ্যে পরীক্ষা নেওয়া কোনো ভাবেই সম্ভব নয়। এমনকি এজেন্সি ঠিক হওয়ার পর, পরীক্ষা সংগঠিত করতে আরও কমপক্ষে ১ মাস সময় লাগতে পারে। বিভিন্ন নিউজ সোর্স থেকে বলা হচ্ছিল, মার্চ মাসে, NTPC এর অ্যাডমিট কার্ড রিলিজ হতে পারে। কিন্তু সেটা আর কোনো ভাবেই সম্ভব নয়। রেলওয়ে বোর্ড যদি তাড়াতাড়ি এনটিপিসি পরীক্ষা নিতে চায়, তাহলে RRB NTPC পরীক্ষার সম্ভব্য মাস হতে পারে, জুন - জুলাই, ২০২০। কারন, তারপর আবার গ্রুপ ডি পরীক্ষা ও আছে।

আমাদের মত, পরীক্ষার্থীরা অবশ্যই প্রস্তুতি নিতে থাকুন। পরীক্ষা অবশ্যই হবে এবং নিয়োগ ও হবে একসময়। কিন্তু প্রস্তুতি তে খামতি থাকলে, পরে আর সময় পাবেন না। 
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে  বন্ধুদের সাথে শেয়ার করুন। 

Comments