Skip to main content

আরআরবি ১ লাখ পদে গ্রুপ ডি পরীক্ষার বিগ আপডেট অফিসিয়াল - Edu Exclusive

আরআরবি ১ লাখ পদে গ্রুপ ডি পরীক্ষার বিগ আপডেট অফিসিয়াল - Edu Exclusive

News Desk : RRB Group D 2019  পরীক্ষা কবে হবে, অ্যাডমিট কবে থেকে প্রকাশ, সেই সংক্রান্ত একটি বড় আপডেট নিয়ে এলাম।  এপ্রসঙ্গে বলে রাখি,  RRB NTPC ও RRC Group D এর প্রায় ১ বছর হতে চলল কিন্তু এখনো কোনো অফিসিয়াল ভাবে পরীক্ষার তারিখ নির্দিষ্ট করতে পারে নি, ভারতীয় রেলওয়ে বোর্ড। কিছু পরীক্ষার্থী RTI এর মাধ্যমে জানতে চাইলে, সেখানে উত্তর দেওয়া হয়েছে, রেলওয়ে গ্রুপ ডি  ও এনটিপিসি পরীক্ষা যে এজেন্সি পরিচালনা করবে, সেটি এখনও ঠিক করা হয়নি।


গ্রুপ ডি


রেলওয়ে এনটিপিসি সম্পর্কে কিছু আপডেট জানা গেলেও ২০১৯ সালে ১ লাখ পদে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, সেটি নিয়ে কোনোও আপডেট ছিল না। এবার সেই রেলওয়ে গ্রুপ ডি পদের জন্যে নতুন আপডেট অফিসিয়ালি ভাবে প্রকাশ পেল। সম্প্রতি আরআরবি আজমীর বোর্ডে -

একটি নোটিস পাবলিশ হয়েছে, সেখানে রেলওয়ে গ্রুপ ডি ( CEN 03/2019) পরীক্ষার জন্যে এজিন্সির টেন্ডার ডাকা হয়েছে। নোটিস RRB Ajmeer অফিসিয়াল সাইটে প্রকাশ হবে ০২/০৩/২০২০ তারিখে। এরপর নোটিসে বলা হয়েছে -

RRB Group D 2019  পরীক্ষা


আরও পড়ুন :  কলকাতা পুলিশে ২২৯৮ জন নিয়োগ, বিজ্ঞপ্তি শীঘ্রই

প্রি বিড কনফারেন্সের তারিখ : ২৩/০৩/২০২০
টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ : ১৬/০৪/২০২০
টেকনিক্যাল বিডস খোলার তারিখ : ১৬/০৪/২০২০

উপোরক্ত, নোটিস থেকে বোঝা যাচ্ছে, এপ্রিল ২০২০ এর মধ্যে রিক্রুট এজেন্সি দের বিড শেষ হয়ে যাচ্ছে। সুতারং এপ্রিল ২০২০ এর মধ্যে রেলের গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে না। এরপর পরীক্ষা সংগঠিত করতে আরও ২ মাস লাগতে পারে। সুতারং রেল গ্রুপ ডি ( CEN 03/20219) পরীক্ষা হতে পারে জুলাই - আগস্ট  থেকে সেপ্টেম্বর মাসে। RRB NTPC পরীক্ষা, তার আগে সংগঠিত হতে পারে।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে  বন্ধুদের সাথে শেয়ার করুন। 

Comments

Post a Comment