Skip to main content

আরপিএফ এ ১৯৯৫২ কনস্টেবল নিয়োগ ২০২০ সালে - সঠিক না ভুয়ো খবর ?

আরপিএফ এ ১৯৯৫২ কনস্টেবল নিয়োগ ২০২০ সালে - সঠিক না ভুয়ো খবর ?


News Desk : সম্প্রতি কালে দেশে বেকারত্বের সুযোগ নিয়ে, কিছু অসাধু সংগঠন  সরকারী চাকুরীর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা অসহায় পরীক্ষার্থীদের কাছ থেকে আত্মসাৎ করছে।  সম্প্রতি বেশ কিছু ওয়েবসাইট ও সোশাল মিডিয়া তে, ভারতীয় রেলেওয়ে প্রোটেকশন ফোর্সে ( আরপিএফ) ১৯৯৫২ শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি ভাইরাল হয়।

RPF Recruitmemt News 2020 News

আরপিএফ



কিন্তু এটি সম্পুর্ন ভাবে ভুয়ো। আজ দক্ষিন পূর্ব রেলওয়ে থেকে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্সে, ১৯৯৫২ শূন্যপদে কনস্টেবল নিয়োগের কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নি। সোশাল মিডিয়া তে যেটা ছড়িয়েছে, সেটা সম্পুর্ন ভুয়ো। আরপিএফ নিয়োগের বিজ্ঞপ্তি, শুধুমাত্র রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে থাকে। তাই সমস্ত প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে এ'ধরনের ভুয়ো বিজ্ঞপ্তি দিয়ে, কারও মিথ্যা আশ্বাসের শিকার হবেন না বা, কোনো অনৈতিক ব্যক্তি দের সাথে যোগাযোগ করবেন না চাকরীর জন্যে।

বি:দ্র : পোস্ট টি অবশ্যই আপনার সমস্ত বন্ধদের নীচের হোয়াটসঅ্যাপ আই কনে ক্লিক করে শেয়ার করুন।


যদি, কেউ এসব ফেক বিজ্ঞপ্তি কে কেউ গুরুত্ব দেয় এবং কোনো ভাবে এর শিকার হয়, রেল মন্ত্রক দায়ী থাকবে না।

কনস্টেবল


দক্ষিন পূর্ব রেলওয়ে দপ্তর থেকে আরও জানানো হয়েছে, এ'ধরনের চাকরীর প্রস্তাবের তথ্য সন্দেহজনক মনে হলে, অবশ্যই, আরপিএফ হেল্পলাইন নং -১৮২ তে কল করে খোঁজ নিতে পারবেন।

Comments