PSC Miscellaneous General Knowledge 2020 : মিসলেনিয়াস জিকে -পার্ট ৬
PSC Miscellaneous General Knowledge 2020 : হ্যালো বন্ধুরা, পিএসসি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা, আগামী সপ্তাহে অনুষ্টিত হবে। তাই পরীক্ষায় আসতে পারে, এমন কিছু PSC Miscellaneous GK in Bengali 2020 সঙ্কলন এখানে দেওয়া হল। এবার থেকে 'Edu Exclusive' বিভিন্ন পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ন General Knowledge Question & Answer প্রকাশ করবে।
পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় ৭৫ টি জেনারেল নলেজ প্রশ্ন থাকবে। তাই PSC Miscellaneous General Knowledge in Bengali খুব বেশী গুরুত্বপূর্ন সমস্ত চাকরী পরীক্ষার্থীদের জন্যে। Miscellaneous General Science in Bengali GK.
সমস্ত প্রকার এডুকেশন নিউজ পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হন- ক্লিক
PSC Miscellaneous GK প্রস্তুতি, কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে, নীচের তার মডেল প্রশ্নত্তোর সহ দেওয়া হল। পরীক্ষার্থীরা অবশ্যই প্রতিটি প্রশ্নত্তোর গুরুত্বপূর্ন সহকারে পড়বে।
১। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় - সমুদ্রগুপ্ত কে।
২। গুজরাতের সোমনাথ মন্দির কে লুঠ করেছিলেন - সুলতান মামুদ।
৩। দিল্লির কুতুব মিনার কে তৈরী করেন - ইলতুৎমিস।
৪। বিখ্যাত হিন্দুতীর্থ জ্বালামুখি ধ্বংশ করেছিলেন কে - ফিরোজ শাহ তুঘলক।
৫। কোন বছর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় - ১৬৫৬।
৬। ফতেপুর সিক্রি কে তৈরী করেন - আকবর।
৭। বুলন্দ-দরওয়াজা কে তৈরী করেন - আকবর।
৮। কোন বছর ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরী হয়েছিল - ১৭০০ খ্রি:।
৯। দিল্লির লাল কেল্লা কার আমলে তৈরী হয়েছিল - আকবর।
১০। অমৃতসরের স্বর্নমন্দির কোন শিখ গুরুর সময় তৈরী হয়েছিল - গুরু রামদাস।
১১। 'দ্য হিন্দু পেট্রিয়ট' পত্রিকার সম্পাদক কে ছিলেন - হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
১২। ভারতে প্রথম 'মে দিবস' কোন বছর পালিত হয়েছিল - ১৯২৭।
১৩। কোন বছর ভারতের নতুন সংবিধান, গনপরিষদে গৃহীত হয় - ১৯৪৯ সালে।
১৪। ভারতের প্রথম দৃষ্টিহীন আইএএস অফিসার কে - প্রাঞ্জল পাতিল।
১৫। বিশ্ব ট্রমা দিবস পালিত হয় কবে - ১৭ অক্টোবর।
১৬। আরশোলার হৃৎপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে - ১৩ টি।
১৭। সর্বশিক্ষা অভিযান শুরু হয় কত সালে - ২০০২ সালে।
১৮। ইংরাজী সাহিত্যে Anti-war Poet নামে পরিচিত কে - Wilted Owen.
১৯। 'রাস্ট্র' শব্দটি প্রথম ব্যবহার করেন কে - মেকিয়াভেলি।
২০। সমুদ্র জলের গভীরতা মাপার একক কী - ফ্যাদম।
Comments
Post a Comment