PSC Miscellaneous General Knowledge 2020 : মিসলেনিয়াস জিকে -পার্ট ৫
PSC Miscellaneous GK প্রস্তুতি, কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে, নীচের তার মডেল প্রশ্নত্তোর সহ দেওয়া হল। পরীক্ষার্থীরা অবশ্যই প্রতিটি প্রশ্নত্তোর গুরুত্বপূর্ন সহকারে পড়বে।
১। সবথেকে বেশী ক্যালরি পাওয়া যায় কোন খাদ্যে - স্নেহ জাতীয়।
২। সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহয্য করে - ভিটামিন ডি।
৩। আয়োডিনের অভাবে কি রোগ হয় - গলগন্ড।
৪। মরুভূমিতে জন্মানো উদ্ভিদ কে কি বলে - জেরোফাইট।
৫। জাতীয় চিকিৎসক দিবস কত তারিখে পালিত হয় - ১ জুলাই।
৬। AIDS রোগের কারন কি - ভাইরাস
৭। ইন্টাঙ্কি জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে - নাগাল্যান্ড।
৮। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় - সাহিত্য ও সাংবাদিকতা।
৯। ব্যাঙের ছাতা কোন শ্রেনীর উদ্ভিদ - ছত্রাক।
১০। রেশম চাষ কে কি বলে - সেরি কালচার।
১১। ম্যালেরিয়া রোগের বাহক হিসেবে কোন মশা পরিচিত - অ্যানোফিলিস।
১২। 'আইন-ই-আকবরী' কার রচনা - আবুল ফজল।
১৩। আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী - বেদ।
১৪। বৈদিক যুগের স্বর্নমুদ্রার নাম কী - নিষ্ক।
১৫। জৈন ধর্মে 'সৎ বিশ্বাস, সৎ আচরন, সৎ জ্ঞান' এই তিনটি কে একত্রে কি বলা হয় - ত্রিরত্ন।
১৬। গৌতম বুদ্ধ সর্বপ্রথম তার ধর্মমত প্রচার করেন কোথায় - সারনাথ।
১৭। বৌদ্ধদের উপসনাস্থল কে কি বলা হয় - মঠ ও বিহার।
১৮। 'মালবিকাগ্নিমিত্রম' নাটকটির রচয়িতা কে - কালিদাস।
১৯। খাজুরাহের মন্দির গুলি কোন রাজাদের কীর্তি- চান্দেল।
২০। 'এলাহাবাদ প্রশস্তি' কার রচনা - হরিষেন।
PSC Miscellaneous General Knowledge 2020 : হ্যালো বন্ধুরা, পিএসসি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা, আগামী সপ্তাহে অনুষ্টিত হবে। তাই পরীক্ষায় আসতে পারে, এমন কিছু PSC Miscellaneous GK in Bengali 2020 সঙ্কলন এখানে দেওয়া হল। এবার থেকে 'Edu Exclusive' বিভিন্ন পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ন General Knowledge Question & Answer প্রকাশ করবে।
পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় ৭৫ টি জেনারেল নলেজ প্রশ্ন থাকবে। তাই PSC Miscellaneous General Knowledge in Bengali খুব বেশী গুরুত্বপূর্ন সমস্ত চাকরী পরীক্ষার্থীদের জন্যে। Miscellaneous General Science in Bengali GK.
PSC Miscellaneous GK প্রস্তুতি, কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে, নীচের তার মডেল প্রশ্নত্তোর সহ দেওয়া হল। পরীক্ষার্থীরা অবশ্যই প্রতিটি প্রশ্নত্তোর গুরুত্বপূর্ন সহকারে পড়বে।
পিএসসি মিসলেনিয়াস জিকে - পার্ট ৫
১। সবথেকে বেশী ক্যালরি পাওয়া যায় কোন খাদ্যে - স্নেহ জাতীয়।
২। সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহয্য করে - ভিটামিন ডি।
৩। আয়োডিনের অভাবে কি রোগ হয় - গলগন্ড।
৪। মরুভূমিতে জন্মানো উদ্ভিদ কে কি বলে - জেরোফাইট।
৫। জাতীয় চিকিৎসক দিবস কত তারিখে পালিত হয় - ১ জুলাই।
৬। AIDS রোগের কারন কি - ভাইরাস
৭। ইন্টাঙ্কি জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে - নাগাল্যান্ড।
৮। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় - সাহিত্য ও সাংবাদিকতা।
৯। ব্যাঙের ছাতা কোন শ্রেনীর উদ্ভিদ - ছত্রাক।
১০। রেশম চাষ কে কি বলে - সেরি কালচার।
১১। ম্যালেরিয়া রোগের বাহক হিসেবে কোন মশা পরিচিত - অ্যানোফিলিস।
১২। 'আইন-ই-আকবরী' কার রচনা - আবুল ফজল।
১৩। আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী - বেদ।
১৪। বৈদিক যুগের স্বর্নমুদ্রার নাম কী - নিষ্ক।
১৫। জৈন ধর্মে 'সৎ বিশ্বাস, সৎ আচরন, সৎ জ্ঞান' এই তিনটি কে একত্রে কি বলা হয় - ত্রিরত্ন।
১৬। গৌতম বুদ্ধ সর্বপ্রথম তার ধর্মমত প্রচার করেন কোথায় - সারনাথ।
১৭। বৌদ্ধদের উপসনাস্থল কে কি বলা হয় - মঠ ও বিহার।
১৮। 'মালবিকাগ্নিমিত্রম' নাটকটির রচয়িতা কে - কালিদাস।
১৯। খাজুরাহের মন্দির গুলি কোন রাজাদের কীর্তি- চান্দেল।
২০। 'এলাহাবাদ প্রশস্তি' কার রচনা - হরিষেন।
AIDS disease for virus
ReplyDeleteThank You, Tik Kore deoya Hoyeche...
Delete