এই প্রথম অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, 'নতুন প্রানীর' আবিষ্কার করল বিজ্ঞানীরা

এই প্রথম অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, 'নতুন প্রানীর' আবিষ্কার করল বিজ্ঞানীরা


News Desk : ইজরায়েলের Tel Aviv University এর বিজ্ঞানীরা জেলিফিশের মতো পরজীবী প্রানীর আবিস্কার করল, যেটি অক্সিজেন ছাড়াই নিশ্বাস-প্রশ্বাস নিতে পারে এবং বেঁচে থাকতে পারে। এই নতুন প্রানীটির নাম হল 'হেননেগুয়া সালমিনিকোলা' ( Henneguya Salminicola)। যেটি একটি মাইট্রোকন্ড্রিয়াল জিনোম ছাড়াই প্রথম বহুকোষী জীব। এটি সম্পুর্ন ভাবে অক্সিজেন ছাড়াই জীবন যাপন করতে পারে।


Henneguya Salminicola
ছবিটি প্রতিকী

'প্রসেডিংস অফ দ্য ন্যাশনাল আক্যাডেমি অফ সায়েন্স' জার্নালে প্রকাশিত হয় এই গভেষনা টি। এই অনুসন্ধানের নেতৃত্ব দিয়েছিলেন, অধ্যাপক Dorothee Huchon, যিনি Tel Aviv University এর স্কুল অফ জ্যুলজি এর লাইফ সায়েন্স এবং Steinhardt Museum এর প্রাকৃতিক ইতিহাসের একজন ফ্যাকাল্টি। প্রানী টি জেলিফিশ, কোরাল প্রজাতির সমগ্রোত্রীয়।

গুরুত্বপূর্ন কিছু বৈশিষ্ট :

১। প্রানীটির কোষের সংখ্যা ১০ এর কম।
২। এটি জেলিফিস ও কোরাল প্রজাতির অন্তর্গত একটি নতুন পরজীবী।
৩। প্রানীটির মধ্যে মাইট্রোকন্ড্রিয়াল জিনোম অনুপস্থিত।
৪। প্রানীটি আশে পাশের মাছের কোষ থেকে প্রয়োজনীয় শক্তি নিতে পারে। 
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে  বন্ধুদের সাথে শেয়ার করুন।