প্রাইমারী ২০১৭ এর পরীক্ষা, নিয়ে নতুন আপডেট - WB Primary TET Exam Date 2020
News Desk : প্রাইমারী শিক্ষক নিয়োগের একটি নতুন আপডেট, নিয়ে এই পোস্ট টি করা হল। রাজ্যের বহু হাজার হাজার প্রার্থীরা প্রাইমারী শিক্ষক নিয়োগের পরীক্ষার অপেক্ষা করে আছে। ২০১৭ সালের শেষ দিকে রাজ্যের সরকারী স্কুলে প্রাইমারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়। কিন্তু ২ বছর পরেও আজও তার পরীক্ষার তারিখ ঠিক করে উঠতে পারেনি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারী বোর্ড। পরীক্ষা কি আদৌ হবে? যদি হবে তবে কবে হবে? অথবা, নতুন করে কি বিজ্ঞপ্তি বের হবে? এরকম নানান প্রশ্ন ঘুরছে শিক্ষার্থীদের মাথায়।
WB Primary TET Exam Date 2020
তবে শিক্ষা দপ্তর থেকে বিশেষ সূত্রের খবর, এখনও প্রাইমারী টেট পরীক্ষার তারিখ ঠিক করেনি, রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তর। এবং কবে পরীক্ষা হবে, সেটিও ঠিক হয়নি। তবে শিক্ষা দপ্তরে একজন মুখপাত্র জানান,
প্রাইমারী টেট এর জন্যে আবার নতুন করে দরখাস্ত নেওয়া হতে পারে। তবে যারা আগে দরখাস্ত করেছিলেন, তাদের শুধুমাত্র নাম নথিভুক্ত করলেই হবে। কোনো আবেদন ফী আর দিতে হবে না। তবে বিজ্ঞপ্তি বেরোনোর বিষয়ে কোনো চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একবার চুড়ান্ত সিদ্ধান্ত হলেই, অফিসিয়াল নোটিস প্রকাশ করেই জানিয়ে দেবে রাজ্য প্রাইমারী বোর্ড।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।
তোদের খেয়ে দেয়ে কাজ নেই । আজেবাজে আপডেট দেওয়া
ReplyDeleteeta kono aje baje.. update deoya hoini, Karmasangsthan paper e o publish hoyeche
DeleteLook at your competitors and build a on line casino app like Vegas Slots, Slots Crush, Slotomania, Golden Casino, Hot Vegas etc. The Cosmopolitan of Las Vegas' High Limit Slot Lounge is a sublime, lively area outfitted with roughly 65 machines and the latest 더킹카지노 in slot expertise. The lounge is conveniently located adjoining to CliQue, a venue offering small bites and a novel table-side mixology program, enabling you to simply enjoy the advantages of both spaces.
ReplyDelete