রাজ্যের ৫০ টি পুরসভায় ১৩০০ কর্মী নিয়োগ, গ্রুপ ডি, পরিবেশ বন্ধু ও অনান্য
News Desk : রাজ্যের চাকুরী প্রার্থীদের জন্যে সুখবর। সারা রাজ্যের ৫০ টি পুরসভায় ১৩০০ পদে বিভিন্ন কর্মী ( WB Municipality Recruitment 2020) নিয়োগ হতে চলেছে। মার্চের মধ্যেই এই সব চাকরীর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে জানিয়েছে নবান্ন সূত্র। গতকালই, পুরসভা ভোটের আগে রাজ্যে কয়েক হাজার কর্মী নিয়োগ সক্রান্ত একটি আর্টিকেল প্রকাশ করেছিলাম। আজ, কি কি পদে পুরসভায় নিয়োগ হবে, সেবিষয়ে ডিটেলস এ জেনে নিন।
WB Municipality Recruitment 2020
এপ্রিল ২০২০ থেকেই পুরভোটের ঘোষনা হয়ে যাবে, তাই মার্চের আগেই পুরসভা গুলিতে নিয়োগে অফিসিয়াল বিজ্ঞপ্তি এসে যাবে। ৫০ টি পুরসভায় বিভিন্ন পদে এই নিয়োগ হতে চলেছে -
- সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র।
- অ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়র।
- ডেপুটি ম্যানেজার
- সার্জেন্ট
- মেডিকেল অফিসার
- ফুড সোফটি অফিসার।
- মজদুর ( Group D)
- ক্লার্ক
- পিওন ( Group D)
- পরিবেশ বন্ধু ( Paribesh Bandhu)
- স্যানিটারি ইনসপেক্টর
- ড্রাফটসম্যান
- বিল্ডিং ইনসপেক্টর
- হেলথ অ্যাসিস্ট্যান্ট
- পাইপ লাইন ইনসপেক্টর
- কালেক্টিং সরকার
- লাইট সুপারভাইজর
- বার্নিং ঘাট রেকর্ডার প্রভৃতি পদে।
কলকাতা পুরসভা ছাড়া, রাজ্যের আরও ৫০ টি পুরসভায় মোট ১৩০০ কর্মী ( WB Govt Job 2020) নিয়োগ হতে চলেছে। যার মধ্যে মজদুর (Municipality Mazdoor Recruitment 2020) পদের জন্যে ৮৫৮ টি শূন্যপদ রয়েছে এবং পরিবেশ বন্ধু ( Paribesh Bandhu Recruitmemt) পদে ৯০ টি শূন্যপদ আছে।
প্রসঙ্গত, কিছুদিন ধরেই পুরসভায় নিয়োগের স্টাফ প্যাটার্নে বদল হয়েছে। পুরানো কিছু কিছু পোস্ট বাদ দিয়ে নতুন পদের সৃষ্টি করা হয়েছে। সম্প্রতি ৫০ টি পুরসভায় ২৫ টি করে নতুন পদের সৃষ্টি করা হয়েছে। যেমন পরিবেশ দূষনের কথা মাথায় রেখে এখন মিউনিসিপ্যালিটিতে পরিবেশ বন্ধু নিয়োগ হবে। সম্প্রতি ১৫ জানুয়ারীর মধ্যে সমস্ত পুরসভার কাছে শূন্যতালিকা চায় নবান্ন। সেই হিসেবে ইতিমধ্যে ৫০ টি পুরসভা তাদের শূন্যপদ তালিকা ও নতুন কিছু পদের তালিকা দিয়ে দিয়েছে নবান্ন কে। এবং বাকি পুরসভা গুলি, খুব তাড়তাড়ি সেই তালিকা দিয়ে দেবে।
আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে, ৭ লাখ শূন্যপদে লোক নেওয়া নির্দেশ
এথেকে বোঝাই যাচ্ছে, মার্চ ২০২০ এর মধ্যে রাজ্যের জেলায় বিভিন্ন পুরসভায় প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। এ প্রসঙ্গে কলকাতার মেয়র বা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পুরসভায় কাজের পরিবর্তন হয়েছে। আমরা পরিবেশ ও নতুন বাড়ি তৈরীর ক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছি। তাই পুরসভা গুলিতে নতুন নতুন পদ তৈরী করা হয়েছে।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।
Comments
Post a Comment