রাজ্য বাজেট ২০২০ : বেকারত্ব দূরীকরনে 'কর্মসাথী প্রকল্প' রাজ্য সরকারের
News Desk : আজ বিধান সভায় অর্থমন্ত্রী অমিত মিত্র পেস করলেন রাজ্য বাজেট ২০২০। রাজ্যর সব শ্রেনীর মানুষ এই রাজ্য বাজেটের দিকে তাকিয়ে ছিলেন, নতুন কি আনতে চলেছে রাজ্য সরকার। রাজ্য বাজেট ২০২০ তে, বেকারত্ব দূরীকরনের জন্যে বিশেষ প্রকল্পের কথা ঘোষনা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। আগামী অর্থবর্ষে বেকারত্ব দূরীকরনে 'কর্মসাথী প্রকল্প' ( Karma Sathi Prakalpa) আনতে চলেছে রাজ্য সরকার।
কর্মসাথী প্রকল্প কী ? ( What Is Karma Sathi Prakalpa)
- এই প্রকল্পে প্রতিবছর ১ লক্ষ যুবক যুবতীদের বেকারত্ব দূরীকরনের টার্গেট নিয়েছে রাজ্য সরকার।
- তিন বছরের হিসেবে এই প্রকল্প শুরু হবে।
- এই প্রকল্পে ২ লক্ষ টাকা অবধি, লগ্নির নতুন প্রকল্পে সহজ শর্তে ঋন দেবে সরকার।
- 'কর্মসাথী প্রকল্পে' নেওয়া ঋনের ভর্তুকির সংস্থান ও থাকবে।
- রাজ্যের অধীনস্ত সরকারি ব্যাঙ্ক গুলির মাধ্যমে এই ঋন দেওয়া হবে।
রাজ্য বাজেট ২০২০ তে 'কর্মসাথী প্রকল্প' ছাড়াও বেশ কিছু উল্লেখযোগ্য প্রকল্প এনেছে রাজ্য সরকার। যার মধ্যে 'হাসির আলো' প্রকল্পের মাধ্যমে গরীব পরিবারে বিনামূল্যে বিদ্যুৎ সরবারহ করবে রাজ্য। এই 'হাসির আলো' প্রকল্পের আওতায় যারা তিনমাসে ৭৫ ইউনিট করে বিদ্যুৎ ব্যবহার করেন, তারা বিনা শুল্কে বিদ্যুৎ পরিষেবা পাবে।
এছাড়াও আছে 'চা সুন্দরী প্রকল্প'।রাজ্যের বিভিন্ন চা বাগানে স্থায়ীভাবে কর্মরত গৃহহীন শ্রমিক দের জন্যে এই 'চা সুন্দরী' প্রকল্পের মাধ্যমে আবাসন দেওয়া হবে। এছাড়া ক্ষুদ্র শিল্পে উৎসাহ দিতে রাজ্যে আরও ১০০ টি এমএসএমই পার্ক তৈরী করবে রাজ্য সরকার।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।
Comments
Post a Comment