একনজরে দেখে নিন Under -19 Cricket World Cup 2020
News Desk : গতকাল শেষ হল Under -19 Cricket Worldcup 2020। ১৭ জানুয়ারী থেকে ৯ ফ্রেব্রুয়ারী পর্যন্ত দক্ষিন আফ্রিকায় এবছর অনুর্দ্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্টিত হয়। গতকাল ফাইনাল খেলায় ভারত কে হারিয়ে এই প্রথম বাংলাদেশ ICC এর কোনো ট্রফি জয় করল। গতকাল ফাইনালে ভারত প্রথমে ব্যাট করে ১৭৭ রান করে। এরপর বৃষ্টির জন্যে বাংলাদেশের কাছে টার্গেট দাঁড়ায় ৪৬ ওভারে ১৭০। শেষ পর্যন্ত ৪২.১ বলে ৭ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। আসুন এবার জেনে নিই, Under - 19 Cricket Worldcup 2020 সম্পর্কে :
আরও পড়ুন : ৫০ টি পুরসভায় ১৩০০ কর্মী নিয়োগ, পুরভোটের আগেই
অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ ২০২০ তে অংশগ্রহন কারী দেশ গুলি হল -
আফগানিস্থান।
অস্ট্রেলিয়া।
ভারত।
বাংলাদেশ।
ইংল্যন্ড।
নিউজল্যান্ড।
পাকিস্তান।
সাউথ আফ্রিকা।
শ্রীলঙ্কা।
ওয়েস্ট ইন্ডিজ।
জিম্বাবোয়ে।
নাইজেরিয়া।
কানাডা।
সংযুক্ত আরব আমিরশাহী।
জাপান।
স্কটল্যান্ড।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।
News Desk : গতকাল শেষ হল Under -19 Cricket Worldcup 2020। ১৭ জানুয়ারী থেকে ৯ ফ্রেব্রুয়ারী পর্যন্ত দক্ষিন আফ্রিকায় এবছর অনুর্দ্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্টিত হয়। গতকাল ফাইনাল খেলায় ভারত কে হারিয়ে এই প্রথম বাংলাদেশ ICC এর কোনো ট্রফি জয় করল। গতকাল ফাইনালে ভারত প্রথমে ব্যাট করে ১৭৭ রান করে। এরপর বৃষ্টির জন্যে বাংলাদেশের কাছে টার্গেট দাঁড়ায় ৪৬ ওভারে ১৭০। শেষ পর্যন্ত ৪২.১ বলে ৭ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। আসুন এবার জেনে নিই, Under - 19 Cricket Worldcup 2020 সম্পর্কে :
- আয়োজক দেশ : দক্ষিন আফ্রিকা।
- ক্রিকেট ফরম্যাট : ৫০ ওভার
- মোট অংশগ্রহনকারী দেশ : ১৬ টি।
- মোট ম্যাচ : ৪৮ টি।
- চ্যাম্পিয়ন দল : বাংলাদেশ।
- রানার্স আপ দল : ভারত।
- ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ : আকবর আলি ( বাংলাদেশ)
- টুর্নামেন্টের সেরা প্লেয়ার : Yashasvi Jaiswal ( ভারত)
- সবথেকে বেশী রানকারী প্লেয়ার : ভারতের Yashasvi Jaiswal ( মোট রান ৪০০)
- সবথেকে বেশী উইকেট পেয়েছেন : Ravi Bishnoi ( ভারত)
আরও পড়ুন : ৫০ টি পুরসভায় ১৩০০ কর্মী নিয়োগ, পুরভোটের আগেই
অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ ২০২০ তে অংশগ্রহন কারী দেশ গুলি হল -
আফগানিস্থান।
অস্ট্রেলিয়া।
ভারত।
বাংলাদেশ।
ইংল্যন্ড।
নিউজল্যান্ড।
পাকিস্তান।
সাউথ আফ্রিকা।
শ্রীলঙ্কা।
ওয়েস্ট ইন্ডিজ।
জিম্বাবোয়ে।
নাইজেরিয়া।
কানাডা।
সংযুক্ত আরব আমিরশাহী।
জাপান।
স্কটল্যান্ড।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।
Comments
Post a Comment