সরকারি চাকরী তে SC/ST সংরক্ষন মৌলিক অধিকার নয় : সুপ্রিম কোর্ট
News Desk : সরকারি চাকরী, প্রমোশন এসব ক্ষেত্রে সংরক্ষন নাগরিকদের কোনো মৌলিক অধিকারের মধ্যে পড়ে না- শনিবার এরকম ই রায় জানালো সুপ্রিম কোর্ট। এমনকি, দেশের কোনো আদালত ও নির্দেশ দিতে পারে, কোনো রাজ্য সরকার কে, যে সরকারি চাকরীতে নিয়োগ ও প্রমোশনের ক্ষেত্রে সংরক্ষন রাখতেই হবে।
এদিন সুপ্রিম কোর্ট জানায়, সরকারি চাকরী তে নিয়োগ ও প্রমোশনের ক্ষেত্রে SC/ST দের কোনো সংরক্ষন থাকবে কিনা, সে সম্পুর্ন সেই রাজ্যের সিদ্ধান্ত ও বিচার্য বিষয়।
প্রসঙ্গত, সংবিধানের ১৬ নম্বর ধারায় সিডিউল কাস্ট ও সিডিউল ট্রাইব দের সংরক্ষনের কথা বলা হয়েছে। কিন্তু সেখানেও কিছু শর্ত সাপেক্ষ। যা রাজ্য সরকারের বিবেচনা সাপেক্ষ। আদালতের বক্তব্য ' সরকারি চাকরী বা প্রমোশনের ক্ষেত্রে, কোনো সংরক্ষন থাকবে কিনা, সেটা সম্পুর্ন রাজ্য সরকারের উপর নির্ভর করবে। এক্ষেত্রে কোনো আদালত সেই রাজ্য কে নির্দেশ দিতে পারে না।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।
News Desk : সরকারি চাকরী, প্রমোশন এসব ক্ষেত্রে সংরক্ষন নাগরিকদের কোনো মৌলিক অধিকারের মধ্যে পড়ে না- শনিবার এরকম ই রায় জানালো সুপ্রিম কোর্ট। এমনকি, দেশের কোনো আদালত ও নির্দেশ দিতে পারে, কোনো রাজ্য সরকার কে, যে সরকারি চাকরীতে নিয়োগ ও প্রমোশনের ক্ষেত্রে সংরক্ষন রাখতেই হবে।
এদিন সুপ্রিম কোর্ট জানায়, সরকারি চাকরী তে নিয়োগ ও প্রমোশনের ক্ষেত্রে SC/ST দের কোনো সংরক্ষন থাকবে কিনা, সে সম্পুর্ন সেই রাজ্যের সিদ্ধান্ত ও বিচার্য বিষয়।
প্রসঙ্গত, সংবিধানের ১৬ নম্বর ধারায় সিডিউল কাস্ট ও সিডিউল ট্রাইব দের সংরক্ষনের কথা বলা হয়েছে। কিন্তু সেখানেও কিছু শর্ত সাপেক্ষ। যা রাজ্য সরকারের বিবেচনা সাপেক্ষ। আদালতের বক্তব্য ' সরকারি চাকরী বা প্রমোশনের ক্ষেত্রে, কোনো সংরক্ষন থাকবে কিনা, সেটা সম্পুর্ন রাজ্য সরকারের উপর নির্ভর করবে। এক্ষেত্রে কোনো আদালত সেই রাজ্য কে নির্দেশ দিতে পারে না।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।
Comments
Post a Comment