PSC Miscellaneous GK In Bengali 2020 : মিসলেনিয়াস জিকে - পার্ট ২
পিএসসি মিসলেনিয়াস জিকে - পার্ট ২
PSC Miscellaneous GK 2020 : পিএসসি মিসলেনিয়াস ২০২০ প্রস্তুতির একদম শেষ পর্বে কিছু গুরুত্বপূর্ন জেনারেল নলেজ প্রশ্নত্তোর দেওয়া হচ্ছে 'Edu Exclusive' রিডার দের। যেসমস্ত পরীক্ষার্থীরা মিসলেনিয়াস ২০২০ পরীক্ষা দেবে তাদের জন্যে PSC Miscellaneous GK In Bengali 2020 খুবই গুরুত্বপূর্ন। আজকের পর্বে পরীক্ষয় আসার মত কিছু গুরুত্বপূর্ন জিকে প্রশ্নত্তোর দেওয়া হল।
Bengali General Knowledge 2020 খুবই গুরুত্বপূর্ন PSC মিসলেনিয়াস পরীক্ষার জন্যে। কারন, জেনারেল নলেজ থেকে ৭৫ টি প্রশ্নে ১৫০ নম্বর থাকবে PSC Miscellaneous পরীক্ষায়। তাই পরীক্ষার্থীরা জেনারেল নলেজের উপর বেশী করে গুরুত্ব দেবেন।
PSC Miscellaneous GK 2020 সিরিজ পাবেন এডু এক্লুসিভ ওয়েবসাইটে। যেখানে মডেল প্রশ্নত্তোর অনুযায়ী প্রতিটি পর্ব সাজানো হয়েছে।
পিএসসি মিসলেনিয়াস জিকে - পার্ট ২
১। হিন্দুস্তান রিপাবলিক আর্মির প্রতিষ্টতা কে - মাস্টারদা সূর্য সেন।
২। পৃথিবীর মেরু ব্যাস কত - ১২,৭১৪ কিমি।
৩। 'Malgudi Days' কার লেখা - আর কে নারায়ন।
৪। ভারতের কোন রাজ্যে প্রথম আয়ুস্মান ভারত প্রকল্পে সবথেকে বেশী গোল্ডেন কার্ড ইস্যু করেছে - জন্মু-কাশ্মীর।
৫। রাস্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করে কে - প্রধানমন্ত্রী।
৬। হ্যালির ধূমকেতু আবিস্কার করেন কে - স্যাং এডমন্ড হ্যালি।
৭। শেখ রশিদ আহমেদ, পাকিস্তান সরকারের কোন পদাধিকারী - রেলমন্ত্রী।
৮। ভারতের সংবিধান রচনার জন্য গনপরিষদে ক'টি কমিটি তৈরী হয় - ১৩ টি।
৯। মেক্সিকোয় অবস্থিত বোলসন কী - মায়া হ্রদ।
১০। সবুজ নগরী বলা হয় কোন শহর কে - চেন্নাই।
১১। কে অভিব্যক্তির জনক হিসেবে খ্যাত - চার্লস ডারউইন।
১২। কেন্দ্রীয় মন্ত্রীসভায় মন্ত্রী নিয়োগের সব্বোর্চ ক্ষমতা কার - রাস্ট্রপতি।
১৩। বিজ্ঞানেশ্বরের লেখা একটি বই হল - মিতক্ষরা।
১৪। জেমস পিবলস নোবেল পুরস্কার পেলেন কোন বিষয়ে - ফিজিক্স।
১৫। তানসেন কার রাজসভায় নবরত্নদের মধ্যে একজন ছিলেন - আকবর।
১৬। পুসতাস কোথাকার তৃনভূমি -হাঙ্গেরী।
১৭। পক্ষীপরাগী ফুলের উদাহরন হল - পলাশ, শিমূল।
১৮। ভারতের জনসংখ্যা নীতি হয় কত সালে- ১৯৭৬ সালে।
১৯। আধুনিক চীনের জনক কাকে বলা হয় - সান ইয়াৎ সেন।
২০। নোবেল জয়ী মাইকেল ক্রেমার, কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক - হাভার্ড বিশ্ববিদ্যালয়।