PSC Miscellaneous GK 2020 : পিএসসি মিসলেনিয়াস জিকে প্রশ্নত্তোর- পার্ট ৩
PSC Miscellaneous GK প্রস্তুতি, কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে, নীচের তার মডেল প্রশ্নত্তোর সহ দেওয়া হল। পরীক্ষার্থীরা অবশ্যই প্রতিটি প্রশ্নত্তোর গুরুত্বপূর্ন সহকারে পড়বে।
১। লাল বিপ্লব কথাটি নীচের কোনটির সাথে সম্পর্কিত - টমাটো চাষ।
২। অযোধ্যা রায় অনুসারে কাকে, অযোধ্যা ট্রাস্ট তৈরী করতে হবে - কেন্দ্রীয় সরকার কে।
৩। গডউইন অস্টিনের অপর নাম কী - K2
৪। বিকশিত সম্পদের উদাহরন কোনটি - মৎস, জল, বনভূমি।
৫। ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবথেকে কম - সিকিম।
৬। প্লুরা হল কীসের আবরনী - ফুসফুসের।
৭। রাজ্য, রাস্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন - রাজ্যপাল।
৮। ১৬৫৮ সালে মারা যান কোন মোগল সম্রাট - শাহজাহান।
৯। রাজ্য সভার সদস্যরা কত বছরের জন্যে নির্বাচিত হন - ৬ বছর।
১০। মাইট্রোকন্ড্রিয়ায় কত শতাংশ প্রোটিন থাকে - ৭০%
১১। পঞ্চম বেদ কোনটি - মহাভারত।
১২। সম্প্রতি প্রয়াত শুভা দত্ত কে ছিলেন - বর্তমান সংবাদ পত্রের প্রধান সম্পাদক।
১৩। গিরনর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী - গোরক্ষনাথ।
১৪। বসুন্ধরা দিবস কবে পালিত হয় - ২২ এপ্রিল।
১৫। Paradise Lost এর রচনাকার কে - জন মিলটন।
১৬। 'কেশরী' পত্রিকার সম্পাদক কে ছিলেন - বাল গঙ্গাধর তিলক।
১৭। ভারতীয় বিমান বাহিনী তাদের ৮৩ তম প্রতিষ্টা দিবস পালন কত তারিখে - ৪ অক্টোবর।
১৮। নীচের কোন উদ্ভিদের চোষক মূল আছে - স্বর্নলতা।
১৯। 'বনফুল' কোন সাহিত্যিকের ছদ্মনাম - বলাইচাঁদ মুখোপাধ্যায়।
২০। 'Discovery Of India' বইটির লেখক কে - জহওরলাল নেহেরু।
PSC Miscellaneous GK 2020 : হ্যালো বন্ধুরা, পিএসসি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা, আগামী সপ্তাহে অনুষ্টিত হবে। তাই পরীক্ষায় আসতে পারে, এমন কিছু PSC Miscellaneous GK in Bengali 2020 সঙ্কলন এখানে দেওয়া হল। এবার থেকে 'Edu Exclusive' বিভিন্ন পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ন General Knowledge Question & Answer প্রকাশ করবে।
পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় ৭৫ টি জেনারেল নলেজ প্রশ্ন থাকবে। তাই PSC Miscellaneous General Knowledge in Bengali খুব বেশী গুরুত্বপূর্ন সমস্ত চাকরী পরীক্ষার্থীদের জন্যে।
PSC Miscellaneous GK প্রস্তুতি, কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে, নীচের তার মডেল প্রশ্নত্তোর সহ দেওয়া হল। পরীক্ষার্থীরা অবশ্যই প্রতিটি প্রশ্নত্তোর গুরুত্বপূর্ন সহকারে পড়বে।
পিএসসি মিসলেনিয়াস জিকে - পার্ট ৩
১। লাল বিপ্লব কথাটি নীচের কোনটির সাথে সম্পর্কিত - টমাটো চাষ।
২। অযোধ্যা রায় অনুসারে কাকে, অযোধ্যা ট্রাস্ট তৈরী করতে হবে - কেন্দ্রীয় সরকার কে।
৩। গডউইন অস্টিনের অপর নাম কী - K2
৪। বিকশিত সম্পদের উদাহরন কোনটি - মৎস, জল, বনভূমি।
৫। ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবথেকে কম - সিকিম।
৬। প্লুরা হল কীসের আবরনী - ফুসফুসের।
৭। রাজ্য, রাস্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন - রাজ্যপাল।
৮। ১৬৫৮ সালে মারা যান কোন মোগল সম্রাট - শাহজাহান।
৯। রাজ্য সভার সদস্যরা কত বছরের জন্যে নির্বাচিত হন - ৬ বছর।
১০। মাইট্রোকন্ড্রিয়ায় কত শতাংশ প্রোটিন থাকে - ৭০%
১১। পঞ্চম বেদ কোনটি - মহাভারত।
১২। সম্প্রতি প্রয়াত শুভা দত্ত কে ছিলেন - বর্তমান সংবাদ পত্রের প্রধান সম্পাদক।
১৩। গিরনর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী - গোরক্ষনাথ।
১৪। বসুন্ধরা দিবস কবে পালিত হয় - ২২ এপ্রিল।
১৫। Paradise Lost এর রচনাকার কে - জন মিলটন।
১৬। 'কেশরী' পত্রিকার সম্পাদক কে ছিলেন - বাল গঙ্গাধর তিলক।
১৭। ভারতীয় বিমান বাহিনী তাদের ৮৩ তম প্রতিষ্টা দিবস পালন কত তারিখে - ৪ অক্টোবর।
১৮। নীচের কোন উদ্ভিদের চোষক মূল আছে - স্বর্নলতা।
১৯। 'বনফুল' কোন সাহিত্যিকের ছদ্মনাম - বলাইচাঁদ মুখোপাধ্যায়।
২০। 'Discovery Of India' বইটির লেখক কে - জহওরলাল নেহেরু।
Comments
Post a Comment