PSC Miscellaneous GK 2020 : পিএসসি মিসলেনিয়াস জেনারেল নলেজ প্রশ্নত্তোর
PSC Miscellaneous GK 2020 : হ্যালো বন্ধুরা, পিএসসি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা, আগামী সপ্তাহে অনুষ্টিত হবে। তাই পরীক্ষায় আসতে পারে, এমন কিছু PSC Miscellaneous GK 2020 সঙ্কলন এখানে দেওয়া হল। এবার থেকে 'Edu Exclusive' বিভিন্ন পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ন General Knowledge Question & Answer প্রকাশ করবে।
পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় ৭৫ টি জেনারেল নলেজ প্রশ্ন থাকবে। তাই PSC Miscellaneous General Knowledge খুব বেশী গুরুত্বপূর্ন সমস্ত চাকরী পরীক্ষার্থীদের জন্যে।
PSC Miscellaneous GK প্রস্তুতি, কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে, নীচের তার মডেল প্রশ্নত্তোর সহ দেওয়া হল। পরীক্ষার্থীরা অবশ্যই প্রতিটি প্রশ্নত্তোর গুরুত্বপূর্ন সহকারে পড়বে।
পিএসসি মিসলেনিয়াস জিকে - পার্ট ১
১। তরুনের স্বপ্ন বইটি কে লিখেছেন - সুভাষ চন্দ্র বসু।
২। প্রথম বসুন্ধরা সন্মেলন অনুষ্টিত হয়েছিল ব্রাজিলে, কত সালে - ১৯৯২।
৩। তাজমহলের বায়ুমন্ডলীয় ক্ষতির জন্যে দায়ী কে - সালফার ডাই অক্সাইড।
৪। The Gift Of The Magi - গল্পটির লেখক কে - O Henry
৫। ডাবের জলে কোন হরমোন থাকে - সাইটোকাইনিন।
৬। শাকিব - আল- হাসান কোন খেলার সাথে যুক্ত - ক্রিকেট।
৭। কর্ষিকা কার গমনাঙ্গ - হাইড্রা।
৮। মারিয়ানা হল বিশ্বের গভীর তম কী - সমুদ্রখাত।
৯। কোনো তরল কে নাড়ালে এটি শেষ পর্যন্ত স্থির হয়ে যায়, একে কী বলে - তরলের সান্দ্রতা।
১০। 'As You Like It' নাট্যকার টির লেখক কে - উইলিয়াম শেক্সপিয়র।
১১। গনদেবতা উপন্যাস টির লেখক কে - তারাশংকর বন্দ্যোপাধ্যায়।
১২। 'তিতাস একটি নদীর নাম' চলচ্চিত্র টির পরিচালক কে - ঋত্বিক ঘটক।
১৩। ঔরঙ্গজেবের মৃত্যু কত সালে ঘটে - ১৭০৭ সালে।
১৪। ঘর্গরার যুদ্ধ কত সালে হয়েছিল - ১৫২৯।
১৫। ভারতে প্রথম মহিলা ফ্লাইট কমান্ডার হিসেবে নজির গড়লেন কে - শালিজা ধামি।
১৬। 'আমুক্ত মাল্যদা' রচনা করেন কে - কৃষ্ণদেব রায়।
১৭। সোফি উইলয়ামস ছিলেন বেলজিয়ামের কে - বাজেট মন্ত্রী।
১৮। 'সেই সময়' কার লেখা বিখ্যাত গ্রন্থ - সুনীল গঙ্গোপাধ্যায়।
১৯। সত্যপাল মালিক, কাশ্মীরের কে ছিলেন - রাজ্যপাল।
২০। সূর্যমুখী কোন ধরনের ফুলের উদাহরন- পতঙ্গপরাগী।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।
Comments
Post a Comment