Skip to main content

PSC Miscellaneous General Knowledge 2020 : মিসলেনিয়াস জিকে -পার্ট ৪

PSC Miscellaneous General Knowledge 2020 : মিসলেনিয়াস জিকে -পার্ট ৪

PSC Miscellaneous General Knowledge 2020হ্যালো বন্ধুরা, পিএসসি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা, আগামী সপ্তাহে অনুষ্টিত হবে। তাই পরীক্ষায় আসতে পারে, এমন কিছু PSC Miscellaneous GK in Bengali 2020 সঙ্কলন এখানে দেওয়া হল। এবার থেকে 'Edu Exclusive' বিভিন্ন পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ন General Knowledge Question & Answer প্রকাশ করবে।

পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় ৭৫ টি জেনারেল নলেজ প্রশ্ন থাকবে। তাই PSC Miscellaneous General Knowledge in Bengali খুব বেশী গুরুত্বপূর্ন সমস্ত চাকরী পরীক্ষার্থীদের জন্যে। Miscellaneous General Science in Bengali GK. 



PSC Miscellaneous General Knowledge 2020

PSC Miscellaneous GK প্রস্তুতি, কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে, নীচের তার মডেল প্রশ্নত্তোর সহ দেওয়া হল। পরীক্ষার্থীরা অবশ্যই প্রতিটি প্রশ্নত্তোর গুরুত্বপূর্ন সহকারে পড়বে।

পিএসসি মিসলেনিয়াস জিকে - পার্ট ৪

১। ভারতীয় সংবিধানের ব্যখ্যা কর্তা কে - সুপ্রীম কোর্ট।
২। ল্যাডোগা হল ইউরোপের বৃহত্তম কী - হ্রদ।
৩। দ্রোনাচার্য পুরস্কার দেওয়া হয় নীচের কোন ক্ষেত্রে - ক্রীড়া প্রশিক্ষন।
৪। 'সৎ নামী' বিদ্রোহ হয়েছিল কত সালে - ১৬৭২ সালে।
৫। বুদ্ধির বহু উপাদান তত্ত্বের প্রবক্তা কে - থার্স্টোন।
৬। বন্যপ্রানী সপ্তাহ পালিত হয়, কত থেকে কত তারিখে - ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর।
৭। ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার দিয়ে কী পরিমাপ করা হয় - বধিরত্ব।
৮। পাইরুভিক অ্যাসিডে কার্বনের সংখ্যা কত - ৩ টি।
৯। ভূমধ্যসাগরীয় চিরহরিৎ বৃক্ষের কয়েকটি উদাহরহন হল - ওক, অলিভ, জলপাই।
১০। মহাভারত অনুযায়ী অভিমন্যুর মা কে - সুভদ্রা।
১১। পেট্রোলের রাসয়ানিক নাম কী - গ্যাসোলিন।
১২। রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলে - ভালকানাইজেশন।
১৩। কাগজের একটি উপাদান হল - সেলুলোজ।
১৪। সবচেয়ে হাল্কা ধাতু কোনটি - লিথিয়াম।
১৫। সমুদ্রে প্রচুর পরিমানে পাওয়া যায় কোনটি - সাধরন লবন।
১৬। 'Internet Corporation For Assigned Names And Numbers' এর সদর দপ্তর কোথায় আছে - নিউ ইয়র্ক।
১৭। ডায়াবেটিস রোগীর মূত্রে কোনটি থাকে - গ্লুকোজ।
১৮। সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় - বিউটেন।
১৯। জেনেটিক্স শব্দের অবতারনা কে করেন - বেটেসন।
২০। জেনেটিক কোর্ডের আবিষ্কর্তা কে - হরগোবিন্দ খোরানা।

Comments