দেশে ২০ হাজার কর্মসংস্থান দেবে এই সংস্থা, লক্ষ টাকা বেতন

দেশে ২০ হাজার কর্মসংস্থান দেবে এই সংস্থা, লক্ষ টাকা বেতন

News Desk: টিসিএস এর পর দেশের অন্যতম বৃহত্তম আই.টি সংস্থা হল Cognizant ।  আর এবার ক্যাম্পাসিং এর মাধ্যমে প্রায় ২০ হাজার টেকনিক্যাল গ্রাজুয়েট দের চাকরী দিতে চলেছে এই অন্যতম আইটি সংস্থা Cognizant ।  শীঘ্রই তাদের ক্যাম্পাস হায়ারিং শুরু হবে বলে জানানো হয়েছে সংস্থায় তরফ থেকে।

 কর্মসংস্থান


সংস্থায় CEO জানিয়েছে, তাদের লক্ষ্য এবছর, ভারতে ২০ হাজার ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে, Cognizant সংস্থায় চাকরী দেওয়া। বর্তমান সময়ে ভারত IT Sector এ দ্রুত এগিয়ে চলেছে। সুতারং ভারতে কর্মসংস্থান ও বেড়ে চলেছে।

 শুধু তাই নয়, ইঞ্জিনিয়ারিং স্নাতক দের ক্যাম্পাসিং স্যালারি ১৮ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে। বার্ষিক বেতন প্রায় ৪ লাখ টাকা করা হয়েছে। টিসিএস এর পরই Cognizant দেশের অন্যতম সংস্থা, যেখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে। এই মুহুর্তে দেশের মধ্যে সবথেকে বড় আইটি সংস্থা টিসিএস এর কর্মচারীর সংখ্যা ৪.৪. লক্ষ্য।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে  বন্ধুদের সাথে শেয়ার করুন।