Skip to main content

কলকাতা পুলিশে ২২৯৮ জন নিয়োগ, বিজ্ঞপ্তি শীঘ্রই - KP Recruitment 2020

কলকাতা পুলিশে ২২৯৮ জন নিয়োগ, বিজ্ঞপ্তি শীঘ্রই - KP Recruitment 2020

News Desk : রাজ্যের চাকুরী প্রার্থীদের সুখবর, কলকাতা পুলিশে ২২৯৮ শূন্যপদে কনস্টেবল, সাব ইনসপেক্টর, লেডি সাব ইনসপেক্টর, সার্জেন্ট, মহিলা কনস্টেবল, ড্রাইভার পদে নিয়োগ হতে চলেছে ( Kolkata Police Recruitment 2020) । সম্পুর্ন বিজ্ঞপ্তি আগামী মাসের মধ্যেই প্রকাশ হবে। কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ হবে। এ প্রসঙ্গে বলে রাখি, কলকাতা পুলিশে শেষ নিয়োগ হয়েছিল ২০১৬ সালে। তারপর থেকে এই ২০২০ তে আবার বড় নিয়োগ হতে চলেছে।

Kolkata Police Recruitment 2020)


নবান্ন সূত্রের খবর, পুলিশে গ্রুপ বি ও গ্রুপ সি মিলিয়ে ৪৫৯৭ টি পদের মধ্যে ২২৯৮ টি শূন্যপদের অনুমোদন করেছে নবান্ন। এবং ২২৯৮ টি শূন্যপদের মধ্যে -
সাব ইনসপেক্টর - ১৮৫ টি।
মহিলা সাব ইনসপেক্টর - ২৫ টি।
কনস্টেবল - ১৫০০ টি। ( Kolkata Police 2020 Constable Recruitment)
মহিলা কনস্টেবল - ২৮৫ টি।
সার্জেন্ট - ১২৫ টি।
ড্রাইভার - ১৭৫ টি। ( Kolkata Police Driver Recruitment)

আরও পড়ুন : ৫০ টি পুরসভায় ১৩০০ কর্মী নিয়োগ, পুরভোটের আগেই

স্বরাস্ট্র দপ্তর থেকে কলকাতা পুলিশকে চিঠি দিয়ে, জানিয়ে দেওয়া হয়েছে এই পদ গুলিতে নিয়োগ হবে। এবং খুব শীঘ্রই তার বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে।

কলকাতা পুলিশে সাব ইনসপেক্টর ( Kolkata Police Sub Inspector Recruitment)  ও সার্জেন্ট পদের চাকরীর জন্যে প্রার্থীকে অবশ্যই স্নাতক হবে।  এবং কনস্টেবল পদের জন্যে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া শারীরিক যোগ্যতাও থাকবে। আর ড্রাইভার পদের জন্যে অষ্টমশ্রেনী পাশ ও ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

কলকাতা সাব ইনসপেক্টর নিয়োগের পদ্ধতি -
১. প্রিলিমিনারি পরীক্ষা ( ২০০ নম্বর, অবজেক্টিভ টাইপ)
২. সফল প্রার্থীদের দৌড় ও শারীরিক সক্ষমতার পরীক্ষা।
৩. সফল প্রার্থীদের ফাইনাল পরীক্ষা ( ৪ টি ১০০ নম্বরের পেপার থাকবে - বাংলা, গনিত, জেনারেল নলেজ ও জেনারেল ইন্টিলিজেন্স থেকে প্রশ্ন হবে।)
৪. সফলদের শেষে ইন্টারভিউ ( ৩০ নম্বর)

কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ পদ্ধতি -
১. লিখিত পরীক্ষা ( ১০০ নম্বর, অবজেক্টিভ টাইপ)
২. শারীরিক সক্ষমতার পরীক্ষা
৩. ফাইনাল লিখিত পরীক্ষা ( ৮৫ নম্বর)
৪. ইন্টারভিউ ( ১৫ নম্বর)
রোজ আপডেট পেতে আমাদের 'এডু এক্সক্লুসিভ' ফেসবুক পেজে যুক্ত থাকুন ক্লিক করুন।

বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে  বন্ধুদের সাথে শেয়ার করুন। 

Comments