Skip to main content

এন.পি.আর কী? এন.পি.আর ২০২০ সালে যেসব তথ্যের প্রয়োজন

এন.পি.আর কী?  এন.পি.আর ২০২০ সালে যেসব তথ্যের প্রয়োজন


News Desk : পশ্চিমবঙ্গ ও কেরালা রাজ্য ছাড়া আর সমস্ত রাজ্যে এন.পি.আর ( NPR) চালু হয়ে গেছে। আসুন জেনে নিই, NPR সম্পর্কে গুরুত্বপূর্ন সমস্ত তথ্য -

  • এন.পি.আর'এর পুরাে নাম ন্যাশনাল পপুলেশন, রেজিস্টার'।
  • ভারতের প্রত্যেক বাসিন্দার বায়ােমেট্রিক ও জনতাত্ত্বিক সংক্রান্ত তথ্য ভাণ্ডার হল এন,পি,আর।
  • ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন ও নাগরিকদের নথিভুক্তি ও জাতীয় পরিচয়পত্র আইনের আওতায় ভারতের প্রত্যেক আবাসিকের জন্য এন.পি.আর বাধ্যতামূলক।
  • ২০১১ সালের জনগণনার সময় প্রথমবার এন.পি.আর । তৈরি করা হয়। ২০১৫ সালে তা পরিমার্জিত হয়।


এন.পি.আর ২০২০ সালে যেসব তথ্যের প্রয়োজন


  • এবছরের এপ্রিল থেকে এন.পি.আর'এর কাজ শুরু করা হবে। চলবে সেপ্টেম্বর পর্যন্ত।
  • জনগণনার সঙ্গে সঙ্গে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ির তালিকা তৈরির কাজও হবে।
  • অসমে যেহেতু এন.আর.সি হয়েছে, তাই সেখানে এন.পি.আর হবে না।
  • কোনাে এলাকায় গত ৬ মাস বা তার বেশি সময় ধরে বসবাসকারী বা, কোনাে এলাকায় আগামী ৬ মাস বসবাস করতে ইচ্ছুক এমন কোনাে ব্যক্তি সাধারণ বাসিন্দা হিসাবে চিহ্নিত হবেন।
  • এন.পি.আর ২ ধরণের তথ্যই সংগ্রহ করবে। ডেমােগ্রাফিক ও বায়ােমেট্রিক। যদিও দ্বিতীয়টির জন্য আধার তথ্যের ওপর নির্ভর করতে হবে। কিন্তু ২০২০ সালের এন.পি.আর এর জন্য আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক নয় বলে জানানাে হচ্ছে। আধার ছাড়াও কেউ যদি স্বেচ্ছায় প্যান, ভােটার পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের তথ্য দিতে চান, তা নেওয়া হবে।
  • ২০১০ সালে এন.পি.আরএর জন্য ১৫টি বিষয়ে তথ্য | সংগ্রহ করা হয়েছিল। কিন্তু ২০২০ সালে এন.পি.আরএর জন্য ২০টি বিষয়ে তথ্য চাওয়া হবে।

২০২০ সালের এন.পি.আর এর জন্য। যে যে তথ্য প্রয়ােজন :
১. নাম
২. পরিবারের কর্তার সঙ্গে সম্পর্ক
৩. লিঙ্গ
৪. জন্মতারিখ
৫. বৈবাহিক স্থিতি
৬. শিক্ষা
৭. পেশা।
 ৮. বাবা/ মা /স্বামী/স্ত্রীর নাম
৯. জন্মস্থান বর্তমান ঠিকানা
১০. কতদিনের বসবাস
১১. নাগরিকত্ব
১২. স্থায়ী ঠিকানা
১৩. আধার নম্বর (জানাতে চাইলে)
১৪. মােবাইল নম্বর
 ১৫. বাবা-মায়ের জন্মস্থান ও তারিখ
 ১৬. আগের ঠিকানা
১৭. পাসপাের্ট নম্বর
১৮. ভােটার পরিচয়পত্র নম্বর
১৯. প্যান নম্বর
২০. ড্রাইভিং লাইসেন্স নম্বর।

এন.পি.আর এবং  আদমশুমারি কি আলাদা বিষয়?

 হ্যাঁ, দুটি বিষয় আলাদা ও দুটির তথ্যভান্ডার ও আলাদা। কিন্তু দু'টি প্রক্রিয়া একসাথে চলবে। আদমশুমারির ক্ষেত্রে যে জনগননা হয়, তাতে দেশের বিভিন্ন বৈচিত্র মানুষের বৈশিষ্ট সম্বলিত থাকে। আর NPR এর ক্ষেত্রে জনবিন্যাস সংক্রান্ত তথ্য কে প্রধান্য দেওয়া হয়।

এন.পি.আর এর সঙ্গে এন.আর.সির কোনো পার্থক্য আছে? 

এন.পি.আর হল ভারতে বসবাসকারী মানুষের তথ্যভাণ্ডার আর এন.আর.সি হল, শুধু ভারতীয় নাগরিকদের তথ্যপঞ্জি। এন.আর.সির জন্য ভারতীয় নাগরিকত্বের প্রমান দেখানো বাধ্যতামূলক। অন্যদিকে, এন.পি.আরএর জন্য কোনাে নাগরিকত্বের প্রমাণ দেখানাের প্রয়ােজন নেই। তবে কেন্দ্রসরকারের অফিসিয়ার ওয়েবসাইটে লেখা তথ্য অনুসারে NPR হল NRC এর প্রথম ধাপ।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে  বন্ধুদের সাথে শেয়ার করুন। 

Comments