ওয়েস্ট বেঙ্গল গ্রামীন ডাক সেবক স্যালারি, কাজ, ছুটি ডিটেলস জেনে নিন
News Desk : অনেক অপেক্ষা থাকার পর পশ্চিমবঙ্গ সার্কেলের গ্রামীন ডাক সেবক নিয়োগের ফল প্রকাশ হয়েছে। গ্রামীন ডাক সেবক দের কাজ, বেতন, ছুটি নিয়ে সবার মধ্যে একটি জিজ্ঞাসা রয়েছে। তাই West Bengal GDS Recruitment সম্পর্কিত সমস্ত ডিটেলস এখানে তুলে ধরা হল -
১. এটা সম্পুর্ন ভাবে কেন্দ্র সরকারের চাকরীর বলা যায় না, কারন এর কোনো সার্ভিস বুক নেই। তাই সেন্ট্রাল গভ: এর সমস্ত সুবিধে পাবেন না। তবে চাকরী নিয়ে অনিশ্চয়তার কোনো কারন নেই।
২। এখানে ৩ টি পদ থাকে ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার (BPM), মেল কালেক্টর ( MC) এবং MD (মেল ডেলিভার)।
West Bengal GDS Salary, Duty, Holiday, Details
৪। BPM এর দের দায়িত্ব সবথেকে বেশী। পুরো অফিসের দায়িত্ব তাদের এবং MD এর চিঠি ও ক্যাশের দায়িত্ব ও তাদের। যদি পঞ্চায়েত থেকে অফিস বানিয়ে দেওয়া না হয়, তবে অফিস ঘর ভাড়া ও তাকে দিতে হয়।
৫। BPM দের বেতন ১৪,৫০০, MD দের বেতন ১২,০০০ এবং MC দের বেতন ১০,০০০। সেন্ট্রাল এর নিয়মানুযায়ী DA, ইনক্রিমেন্ট পাবেন।
৬। RPLI - Rural Postal Life Insur করার জন্যে এখন চাপ দেওয়া হয়। বিশেষ করে BPM দের।
আরও পড়ুন : ৯০ হাজার শূন্যপদে বড় নিয়োগ হতে চলেছে রেলে
৭। পেনশনের কোনো ব্যবস্থা নেই। এককালীন অবসরের টাকা ও অনেক কম।
৮। কাজে যোগ দেওয়ার পর ডিপার্টমেন্টাল MTS পরীক্ষা দেওয়া যায়। ৩ বছর পর পোস্টম্যান পরীক্ষা দেওয়া যায় এবং ৫ বছর পর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা দেওয়া যায়। ডাইরেক্ট প্রমোশন হয় না।
৯। সেন্ট্রাল চাকরীর মত ছুটি পাওয়া যায় না। ৬ মাসে ৫ টি ইর্মাজেন্সী লিভ নেওয়া যায়।
১০। টাকা - পয়সার হিসেবে গন্ডগোল দেখা দিলে অফিসার রা, সাথে সাথেই BPM কে সাসপেন্ড করতে পারে।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।