WBPSC এর কিছু ইন্টারভিউ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হল

WBPSC এর কিছু ইন্টারভিউ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হল


News Update : WBPSC এর দুটি গুরুত্বপূর্ন নিয়োগের ইন্টারভিউ তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ প্রকাশিত অফিসিয়াল নোটিসে WBPSC থেকে বলা হয়েছে, ২৯ জানুয়ারী সরস্বতী পূজো থাকার কারনে দুটি পরীক্ষার ইন্টারভিউ ওই তারিখে নেওয়া হবে না। তার পরিবর্তে নতুন দু'টি তারিখ দেওয়া হয়েছে। নীচের পোস্টর বিস্তারিত দেওয়া হল -

আরও পড়ুন : সামরিক বাহিনীতে ৮৪ হাজার শূন্যপদ, অবিলম্বে জারি বিজ্ঞপ্তি

WBPSC Recruitment Interview

WBPSC Recruitment Interview 2020

১। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস পরীক্ষা ২০১৮ ( Advt - 14/2018) :

এই পরীক্ষার ইন্টারভিউ হওয়ার তারিখ ছিল ২৯/০১/২০২০ তারিখ। কিন্তু এই তারিখে ইন্টারভিউ হবে না। এই পরীক্ষার ইন্টারভিউ হবে ১৭/০২/২০২০ তারিখে।

২। ইলেক্ট্রিক্যাল ইনসপেক্টর, ওয়েস্ট বেঙ্গল ইলেক্ট্রিক সার্ভিস ( Advt - 30/2018) :

এই পরীক্ষার ইন্টারভিউ ও ২৯/০১/২০২০ তারিখে হবে না। এর পরিবর্তিত তারিখ হল ১২/০২/২০২০

অফিসিয়াল নোটিস ডাউনলোড।

প্রার্থীদের কাছে, এই পোস্টটি শেয়ার করে পৌঁছে দিন। যাদের এই তারিখে ইন্টারভিউ ছিল, তারা অবশ্যই এই পোস্ট টি দেখবেন। আর সমস্ত রকম এডুকেশন নিউজ আপডেট পেতে আমাদের 'Edu Exclusive' ফেসবুক পেজে যুক্ত হন - ক্লিক করুন।