WBPSC Admit Card - আগামী পিএসসি পরীক্ষার অ্যাডমিট প্রকাশের তারিখ
News Desk : রাজ্য পাবলিক সার্ভিস কমিশন আগামী অনুষ্টিত ৩ টি পরীক্ষার কবে অনুষ্টিত হবে ও তার অ্যাডমিট কার্ড [ WBPSC Admit Card 2020] কবে থেকে পাওয়া যাবে, সেই তারিখ ঘোষনা করল। নীচে দুটি পরীক্ষার তারিখ ও তার অ্যাডমিট কার্ড প্রকাশের দিন পোস্ট করা হল -
WBPSC Exam Date & Admit Card
১। ওয়েস্ট বেঙ্গল অডিট ও অ্যাকাউন্টস সার্ভিস প্রিলিমিনারি ২০১৯ পরীক্ষা :
পরীক্ষার দিন : ১৬ ফ্রেব্রুয়ারী, ২০২০ ( রবিবার), দুপুর ১২ টা থেকে ২.৩০ পর্যন্ত। পরীক্ষা অনুষ্টিত হবে, কলকাতা ও দার্জিলিং সেন্টারে।
অ্যাডমিট কার্ড প্রকাশ : ১০/০২/২০২০ তারিখ থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে অফিসায়াল সাইটে।
অফিসিয়াল নোটিস ডাউনলোড।
২। অ্যাসিস্যান্ট ম্যানেজার ( কলকাতা ট্রান্সপোর্ট) :
পরীক্ষার দিন : ৫ ফ্রেব্রুয়ারী, ২০২০ ( বুধবার), দুপুর ১২ টা থেকে ১.৩০।
অ্যাডমিট প্রকাশ : ২৭ জানুৃয়ারী, ২০২০
অফিসিয়াল নোটিস ডাউনলোড।
৩। অ্যাসিস্ট্যান্ট ট্যুরিস্ট অফিসার ( PSC Assistant Tourist Officer Admit) :
পরীক্ষার দিন : ১৫ ফ্রেব্রুয়ারী, ২০২০ ( শনিবার), দুপুর ৩ - বিকেল ৪.৩০।
অ্যাডমিট প্রকাশ : ৫ ফ্রেব্রুয়ারী, ২০২০
অফিসিয়াল নোটিস ডাউনলোড।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।
Comments
Post a Comment