৯০০ শূন্যপদে এই চাকরীর বয়সসীমা কমানোর জন্যে পরীক্ষার্থীদের আবেদন
News Desk : সম্প্রতি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর রিক্রুটমেন্ট থেকে ৯০০ এর বেশি শূন্যপদে মেডিকেল টেকনোলোজিস্ট পদের জন্যে বিজ্ঞপ্তি বের হয়েছে। বহু সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষার জন্যর অপেক্ষা করে ছিল। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের পর দেখা যায়, বয়সসীমা বলা হয়েছে কমপক্ষে ২১ বছর হতে হবে। এর ফলে বহু পরীক্ষার্থী এই নিয়োগের পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে।
WBHRB Medical Technologist Recruitment 2020
আজ ধর্মতলা ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে পরীক্ষার্থীরা। এবং তারা জানায়, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির মাধ্যমে যে সমস্ত পরীক্ষার্থী এই কোর্স করেছে, তাদের ভর্তির বয়সসীমা ছিল ১৭ বছর। আর কোর্স শেষে তাদের বয়েস দাঁড়ায় সাড়ে ১৯ বছর।কিন্তু মেডিকেল টেকনোলোজিস্ট পদের জন্যে কমপক্ষে ২১ বছর বলা হয়েছে। ফলে বড় একটি সংখ্যার পরীক্ষার্থীরা, WBHRB এর Medical Technologist Exam 2020 তে বসতে পারছে না।
পরীক্ষার্থীদের কাছে বিষয়টি শোনার পর, মুখ্যমন্ত্রী বিষয় টি খতিয়ে দেখার আশ্বান দিয়েছেন।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।
Comments
Post a Comment