Skip to main content

WB Primary TET 2020- ৪০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে ৫ টি নির্দেশ কোর্টের

WB Primary TET 2020- ৪০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে ৫ টি নির্দেশ কোর্টের


News Desk : ২০১৪ সাল থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের [ WB Primary TET Court Case News] মামলা চলেছে আসছে। এবং প্রায় ৪০ হাজার পরীক্ষার্থীর ভবিষৎ এই মামলার উপরে নির্ভর করে আছে। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি, রাজ শেখর মান্থা এই শিক্ষক নিয়োগের মামলায়, ৬ ফ্রেব্রুয়ারী এর মধ্যে  ৫ টি গুরুত্বপূর্ন তথ্যের পেশের নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন কে।

১। চাকরীর বিজ্ঞপ্তি যখন প্রকাশ হয়েছিল তখন সব বিষয় মিলিয়ে মোট কতগুলি শূন্যপদ ছিল।

WB Primary TET 2020 Latest news

WB Primary TET 2020

২। ২০০০ সালের ২৫ সেপ্টেম্বর অবধি,  রাজ্যের সমস্ত স্কুলে, সব বিষয়ে মোট প্রকৃত শূন্যপদের সংখ্যা।
৩। যে সমস্ত প্রার্থীরা পার্সোনালিটি টেস্টে পাশ করেছে, তাদের মেধাতালিকা জমা দিতে হবে।
৪। চুড়ান্ত ও প্রকৃত প্যানেল তালিকা, যেটি দেখে আদলত বুঝতে পারবে, কারা নিয়োগ হয়েছে।
৫। আর, যাদের নিয়োগ করা হয়েছিল, তাদের মেধা অনুযায়ী ক্রম তালিকা - বিষয় ভিত্তিক, এলাকা ভিত্তিক, সংরক্ষন, ভাষা, পাশের ক'জন প্রার্থী, অনার্স পাশ করা ক'জন প্রার্থী, সমস্ত কিছু তথ্য আদালতে পেশ করতে হবে।

আরও পড়ুন : সামরিক বাহিনীতে ৮৪ হাজার শূন্যপদ, অবিলম্বে জারি বিজ্ঞপ্তি

এই প্রাথমিক শিক্ষক নিয়োগের [ WB Primary Teacher Recruitment]  পরবর্তী মামলার শুনানি হবে ৬ ফ্রেব্রুয়ারী তারিখে। প্রসঙ্গত জানিয়ে রাখি, সুপ্রিম কোর্ট মামলাকারী দের পক্ষে রায় দিয়ে নির্দেশ দিয়েছিল, যারা চাকরীর পরীক্ষায় সফল হয়েছে, তাদের মধ্যে থেকে শূন্যপদ অনুযায়ী আগে বি.এড উত্তীর্ন প্রার্থীদের প্যানেল বানাতে হবে। এবং পরে যদি পদ ফাঁকা থাকা, তবে নন - বিএড দের প্যানেল হবে।
আদলত জানিয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায়, সঠিক সিদ্ধান্ত আসতে গেলে কিছু প্রশ্নের উত্তর জানতে হবে -
প্রথমত, 'কম্বাইন্ড মেরিট লিস্ট' ও ২০১৩ সালে ২৫ সেপ্টেম্বর যে 'ফাইনাল লিস্ট' প্রকাশ হয়েছিল, এই লিস্টের তথ্যের সত্যতা।
দ্বিতীয়ত, বিজ্ঞাপন প্রকাশের সময় শূন্যপদ ও নিয়োগের নির্দেশ জারির সময় ফাইনাল বিষয় ভিত্তিক শূন্যপদ।
তৃতীয়ত,  এই নিয়োগে সুপ্রিম রায় অনুযায়ী এই নিয়োগ হয়েছিল কিন!
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে  বন্ধুদের সাথে শেয়ার করুন। 

Comments