সেরা ৫ টি ইংরাজী শেখার অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশন - ডিজিটাল লার্নিং
ইংরাজী বলতে ও লিখতে দুর্বল? নিজের ইংরাজী ভাষার স্কিল বাড়াতে চান সম্পুর্ন ফ্রী তে?বেশিরভাগ বাংলা মিডিয়াম ছাত্র-ছাত্রীদের কাছে ইংরাজী ভাষা মানেই, একটি কঠিন ব্যাপার। বর্তমান সময়, বেসরকারি চাকরীর ক্ষেত্রে ও টপ লেবেল সরকারি চাকরীর ক্ষেত্রে ইংরাজী ভাষায় ইন্টারভিউ দিতে হয়। যেটি অনেকের কাছে ভয়ের কারন। কিন্তু এই ডিজিটাল, ইন্টারনেটের যুগে কোনো কিছুই ভয়ের নেই। আপনার ইংরাজীর স্কিল কে বাড়াতে পারবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই। আজ, আপনাদের সেরা ৫ টি ও আরও কিছু ইংরাজী শেখার অ্যাপের লিস্ট দেব-
Top 5 English Learning Android App
১। Duolingo :
এই মুহুর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইংরাজী শেখার অ্যাপ Doulingo. ২০০ মিলিয়নের উপরে রেজিস্টার ইউজার এই অ্যাপের। এখানে আপনি ফ্রী তে ইংরাজী শিখতে পারবেন ও আপনার স্পোকেন ইংলিস স্কিল কে বাড়াতে পারবেন। খেলার ছলে আপনার ইংরাজীর গ্রামার, শব্দ, বাক্যাংশের গঠন আয়ত্ত করতে সহয়তা করে।
২। Hello English
অন্য একটি জনপ্রিয় ইংরাজী শেখার অ্যাপ হল Hello English । এই অ্যাপ টিতে ৪০০+ লেসনের সাথে ২১ ভাষায় ইংরাজী শিখতে পারবেন। এছাড়া অ্যাপটিতে অফলাইন, সাপোর্ট, অডিও, ভিডিও ক্লিপসের মাধ্যমে ইংরাজী শিখতে পারবেন। এছাড়া অ্যাপটি ইবুকস, নিউজ, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়ালস দিয়ে থাকে।
৩। Improve English: Word Games
ইংরাজী ভোকাব্যুলারি ও নতুন নতুন শব্দের জ্ঞান বাড়াতে এই অ্যাপটি সহয়তা করে। এছাড়া, ইংরাজী পড়তে, লিখতে, ও ইংরাজী তে কথা বলার স্কিল বাড়াতে অ্যাপটি সাহয্য করে। বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার জন্যে অ্যাপ টি গুরুত্বপূর্ন।
৪। Memrise: Learn Languages Free
আরও একটি গুরুত্বপূর্ন ইংরাজী শেখার অ্যাপ হল Memrise : Learn Languages Free। এই অ্যাপের সাহয্যে আপনি স্টেপ বাই স্টেপ লেসনের মাধ্যমে নিজের ইংরাজী স্কিল কে বাড়াতে পারবেন।
৫। Hello Talk
যারা স্পোকেন ইংলিসে স্কিল বাড়াতে চান, তাদের জন্যে এই অ্যাপটি খুবই গুরুত্বপূর্ন। এই অ্যাপের মাধ্যমে আপনি ইংরাজী ভাষায় বিদেশীদের সাথে কথা বলতে পারবেন। এমনকি, আপনি তাদের সাথে ভিডিও কল ফিচারের মাধ্যমে ও স্পোকেন ইংরাজীর চর্চা করতে পারবেন।
এছাড়া আরও কয়েকটি ইংরাজী শেখার অ্যাপের লিস্ট দেওয়া হল -
৬। Bolo - Learn to Read With Google ( মূলত বাচ্চাদের জন্যে)
৭। Sentence Master Pro.
৮। Learn Language Busuu.
৯। Awabe
১০। LingoDeer - Learn Language.
বি:দ্র : অনুরোধ করব, পোস্ট টি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ও তাদের ও সহয়তা করবেন।
Comments
Post a Comment