Skip to main content

এক বছরের ডিপ্লোমা কোর্স করে ভারতীয় রেল, পুরনিগম, স্বাস্থ্য দপ্তরে চাকরীর সুযোগ

এক বছরের  ডিপ্লোমা কোর্স করে ভারতীয় রেল, পুরনিগম, স্বাস্থ্য দপ্তরে চাকরীর সুযোগ

News Desk : সরকার স্বীকৃত কোর্স [ Career Course] করে চাকরীর সুযোগ।  ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর হেলথ ট্রেনিং কেন্দ্রীয় সরকার স্বীকৃত, স্যানিটারি ইনসপেক্টরের [ Sanitary Inspector Course] ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়েছে। এই কোর্স পাশ করে,  ভারতীয় রেল, পুরনিগম, মিউনিসিপালিটি, পোর্ট, অস্ত্র কারখানা, হাসপাতাল, সরকারি ও আধা সরকারি বিভিন্ন প্রতিষ্টানে চাকরী পাওয়া যায়। কোর্সের সেশন শুরু হবে জানুয়ারী অথবা, জুন মাস থেকে।



এই কোর্স করলে কি কি চাকরীর সুযোগ পাবেন :

স্যানেটারি ইনসপেক্টর, পাবলিক হেলথ ইনসপেক্টর, ম্যালেরিয়া ইনসপেক্টর, ফুড ইনসপেক্টর, হেলথ সুপারভাইসর, Health Visitor, Health Assistant, Health Manager, Health Facillitator, DOT' Supervisor, District Coordinator, Hospital Administrator / Manager, Senior Treate Supervisor,  এবং আরও অনান্য পদে চাকরীর সুযোগ।

যোগ্যতা - যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ও বেসিক কম্পিউটার সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। এটি ১ বছরের কোর্স।

এছাড়া, এখানে মাধ্যমিক যোগ্যতায় ম্যালেরিয়া/ ডেঙ্গি/টিবি/এইচ.আই.ভি বিভিন্ন বিষয়ের স্বল্প মেয়াদি কোর্স করা যায়। ভর্তির জন্যে যোগাযোগ করার ঠিকানা -
ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর হেলথ ট্রেনিং ( IIHT),  ২২৬, বি বি গাঙ্গুলী স্ট্রিট, বৌ বাজার, কলকাতা- ৭০০০০১২

অফিসিয়াল ওয়েবসাইট : www.iiht.biz 

Comments