Skip to main content

আরআরবি এনটিসিপি তারিখ এখনও ঠিক হয়নি : অফিসিয়াল

আরআরবি এনটিসিপি তারিখ এখনও ঠিক হয়নি : অফিসিয়াল


News Desk : RRB NTPC পরীক্ষার জন্যে ১ কোটির উপরে পরীক্ষার্থীরা অপেক্ষা করে আছে। এক বছরের বেশী সময় হয়ে গেছে, কিন্তু Railway Recruitment Board এখনও পরীক্ষার  সঠিক তারিখ ঠিক করতে পারেনি।

NDTV তে  রেলওয়ের অফিসিয়াল থেকে বলা হয়েছে, ' আমরা এখনও পরীক্ষা নেওয়া এজেন্সি ঠিক করতে পারি নি। তাই পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি। একবার পরীক্ষার নেওয়া এজেন্সি ফাইনাল করা হয়ে গেলে, পরীক্ষার দিন ঘোষনা করা হবে।' RRB থেকে বলা হয়েছে, এবার রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষা আয়োজন করবে নতুন এজেন্সি।



RRB NTPC Exam Date


RRB NTPC Exam Date 

গত ২৫ শে সেপ্টেম্বর রেলওয়ে বোর্ড থেকে অফিসিয়াল নোটিস জারি করে বলা হয়েছিল, এজেন্সিদের সাথে মিটিং আয়োজন করা হয়েছে। যাইহোক, সেই মিটিং ফাইনাল ডিসিসন রেলওয়ে বোর্ড থেকে জানানো হয়নি। শুধুমাত্র বলা হয়েছে, এসেন্সির ফাইনাল করার কাজ চলছে এবং এজেন্সি ঠিক করা হয়ে গেলে পরীক্ষার তারিখ ঘোষনা করা হবে।

আরও পড়ুন : রাজ্যে অনুষ্টিত হচ্ছে চাকরীর মেলা, আবেদন করুন অনলাইনে

প্রসঙ্গত রেলওয়ে NTPC অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটিগরি পরীক্ষার জন্যে এক কোটির বেশী পরীক্ষার্থীর আবেদন জমা পড়েছে রেলওয়ে বোর্ডের কাছে। এনটিপিসি পরীক্ষার মধ্যে যেসব পোস্ট গুলি আছে,সে গুলি হল - জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, স্টেশন মাস্টার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, ট্রেনস ক্লার্ক, কমার্সিয়াল কাম টিকিট ক্লার্ক, গুডস গার্ড, সিনিয়র টাইম কিপার, জুনিয়র টাইম কিপার, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্সিয়াল অ্যাপ্রেন্টিস ইত্যাদি।
 বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে  বন্ধুদের সাথে শেয়ার করুন। 

Comments