পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ভ্যেনু পরিবর্তন করা হল - অফিসিয়াল নোটিস
News Desk : আজ একটি PSC Clerkship পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ন নোটিস প্রকাশ করেছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। প্রকাশিত নোটিসে PSC Clerkship পরীক্ষার একটি সেন্টার পরিবর্তন করা হয়েছে।
নোটিসে বলা হয়েছে, হুগলী গৌরহরি হরিজন বিদ্যামন্দিরে যেসমস্ত পরীক্ষারর্থীদের ক্লার্কশিপ, ২০১৯ পার্ট - ১ পরীক্ষার সিট পড়েছে ( উভয় সেশন), তাদের অনুরোধ করা হচ্ছে 'Govt. Training College, Hoogly, ( B.Ed College) Devipark Chawkbazar, Pin - 712103' - এই কলেজে রিপোর্টিং করার জন্যে। অর্থাৎ এই কলেজে তাদের পরীক্ষা অনুষ্টিত হবে। আলাদা কোনো অ্যাডমিট কার্ড লাগবে না।
PSC Official Notice
Candidates assigned to Hooghly Gourhari Harijan Vidyamandir, in both Session of the Clerkship Examination (part –I),2019, are requested to report to Govt. Training College, Hooghly (B.Ed.College) Devipark, Chawkbazar, Pin-712103 instead of Hooghly Gourhari Harijan Vidyamandir owing to compelling administrative circumstances. No separate Admit Card will be issued in this regard. This is for information of all concerned.
অফিসিয়াল নোটিস - ক্লিক করুন।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।
Comments
Post a Comment