'Job Fair 2020' রাজ্যে অনুষ্টিত হচ্ছে চাকরীর মেলা, আবেদন করুন অনলাইনে
News Desk : আগামী ৩ রা ফ্রেব্রুয়ারী থেকে ৫ ফ্রেব্রুয়ারী ২০২০ ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিস ডেভেলপমেন্ট এবং ফাইনান্স কর্পোরেশন ( WBMDFC) আয়োজন করছে 'চাকরীর মেলা' ( Job Fair)। এটি 'মিলন উৎসব ২০২০' এর একটি অংশ।রাজ্যে কর্মসংস্থান সমস্যা কিছুটা দূরীকরন করতে এই উদ্যোগ নিয়েছে WBMDFC । সমস্ত চাকুরী প্রার্থীদের আবেদন করতে বলা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে। এই চাকরীর মেলা অনুষ্টিত হবে কলকাতার পার্ক সার্কাস ময়দানে। নীচের সমস্ত ডিটেলসে বলা হল।
কি থাকবে এই চাকরীর মেলায়?
বিভিন্ন কর্পোরেট কোম্পানী ও চাকুরী প্রার্থীদের মধ্যে একটি সংযোগ সাধনের জন্যে WBMDFC থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই মেলায় ৪০ টির বেশী কোম্পানী অংশগ্রহন করবে বলে জানা গিয়েছে। এবং তারা আবেদন করী চাকুরী প্রার্থীদের থেকে তাদের প্রয়োজনীয় প্রার্থীদের বেছে নেবে। সিকিউরিটি গার্ড, BPO, IT সেক্টর, মার্কেটিং বিভাগে বিভন্ন চাকরীর সুযোগ থাকছে এই Job Fair এ। আরও বিস্তারিত জানতে নীচে দেওয়া অফিসিয়াল সাইটে গিয়ে পড়তে পারেন।
কিভাবে আবেদন করবেন?
১. প্রথমনে এই অফিসিয়াল লিঙ্কে ক্লিক করবেন : http://demo.mdfcapps.online/
২. এরপর 'Application For Job Fair' এ ক্লিক করবেন। ক্লিক করার পর একটি পপ আপ উইনডো খুলবে। সেখানে ডিটেলস পড়ে নেবেন।
৩. তারপর 'Proceed' লেখার উপর ক্লিক করবেন।
৪. তারপর একটি পেজ ওপেন হবে, যেখানে আপনার নাম ঠিকানা সহ, যোগ্যতা সমস্ত ডিটেলস পুরন করে 'Submit' বাটনে ক্লিক করবেন।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।
Comments
Post a Comment