পরীক্ষা পিছলো কলকাতা বিশ্ব বিদ্যালয়ের - Edu Exclusive
News Desk : সরস্বতী পুজোর দিন কোনো পরীক্ষা রাখা যাবে না, শিক্ষামন্ত্রীর বার্তা পেয়ে তড়িঘড়ি স্নাতক স্তরের পরীক্ষা পিছিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। আগামী ২৯ শে জানুয়ারী সরস্বতী পুজোর দিনে স্নাতক স্তরের পরীক্ষা ফেলেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এবিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের আবেদন আসতে থাকে শিক্ষা মন্ত্রীর কাছে। ফলে সকালেই টুইট করে শিক্ষা মন্ত্রী জানান, সরস্বতী পুজোর দিকে কোনো পরীক্ষা রাখা যাবে না এবং বিষয় টি উচ্চ শিক্ষা দপ্তর কে দেখার নির্দেশ দেন।
এরপর বিকেলের মধ্যেই পরীক্ষার তারিখ পালটে ফেলে কলকাতা বিশ্ববিদ্যালয় কৃতপক্ষ। ২৯ জানুয়ারী তারিখে B.Com এর তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষা এবং B.A, B.Sc পরীক্ষার্থীদের বেশ কিছু পরীক্ষা ও ছিল ওদিন। শিক্ষামন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি সেই সব পরীক্ষা ও'দিন বাতিল করা হয় এবং পরীক্ষার নতুন তারিখ নির্ধারিত হয় ১২ ফ্রেব্রুয়ারী।
বি: দ্র : অনুরোধ করব, পোস্ট টি শেয়ার করে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেবেন।
Comments
Post a Comment