সামরিক বাহিনীতে ৮৪ হাজার শূন্যপদ, অবিলম্বে জারি হবে বিজ্ঞপ্তি
News Desk : যারা সামরিক বিভাগের চাকরী করতে পছন্দ করেন, তাদের জন্যর বড় সুখবর। কেন্দ্রীয় সামরিক বাহিনীর বিভিন্ন বিভাগে ৮৪ হাজার পদ খালি আছে। এবং অবিবলম্বে সেই সব শূন্যপদে নিয়োগের তোড়জোড় শুরু হয়ে গেছে। বিভিন্ন সামরিক বিভাগের নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে।
চাকুরী প্রার্থীদের জন্যে সুখবর, ইতিমধ্যে CISF কনস্টেবল ও সাব ইনসপেক্টর পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রায় ২০০০ শূন্যপদ আছে CISF বিভাগে। এর পর টেকনিক্যাল বিভাগেও প্রায় ৩০০ পদে নিয়োগ হবে। ২০২০-২১ বর্ষে কেন্দ্রের সিআরপিএফ, বিএসএফ, অসম রাইফেলস, সশস্ত্র সীমা বল, আইটিবিপি সহ বিভিন্ন কেন্দ্রী সামরিক বিভাগে বড় বড় নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে।
CISF Recruitment, SSB, BSF Recruitment News
দেশের মধ্যে অন্যতম একটি বড় চাকরীর সরকারি সেক্টর হল সামরিক বাহিনী। প্রতি বছর, প্রচুর শূন্যপদে এখানে নিয়োগ হয়ে থাকে। এবছর থেকে জন্মু-কাশ্মীরে বিমান বন্দর ও বিভিন্ন সরকারি ভবনের দেখার দায়িত্ব সিআইএসএফ এর হাতে দেওয়া হয়েছে। এছাড়া দেশের বেশ কিছু আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্ব CISF এর হাতে দেওয়া হবে। তাই CISF বিভাগে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে আগামী দিনে।
স্বরাস্ট্র মন্ত্রক সূত্রের খবর, এবছর মার্চের মধ্যে কিছু নিয়োগের প্রক্রিয়া সম্পর্ন্ন হবে এবং ২০২০-২১ বর্ষে নিয়োগের ক্ষেত্রে বড় বড় বিজ্ঞপ্তি আসতে চলেছে। বিশেষ করে বাংলাদেশ বর্ডারে বিএএসএফ বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রক। তাই BSF সহ আরও সমস্ত কেন্দ্রীয় সামরিক বাহিনীতে বড় বড় নিয়োগ হতে চলেছে। প্রসঙ্গত, গত বছর লোকসভায় স্বরাস্ট্র মন্ত্রক জানিয়েছিল, ৯ লক্ষ ৯৯ হাজারের মত আধাসেনা পদ আছে। গত বছর থেকেই সেই নিয়োগ SSC, NDA এর মাধ্যমে শুরু হয়ে গেছে। ২০২০-২১ বর্ষে আরও নিয়োগের বিজ্ঞপ্তি আসছে।
আমাদের মত, সমরিক বাহিনীতে যারা, চাকরীর করতে চান, তারা প্রস্তুতি শুরু করে দিন।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।