শিক্ষকদের নতুন সুখবর, ঘোষনা মুখ্যমন্ত্রীর - Edu Exclusive

শিক্ষকদের নতুন সুখবর, ঘোষনা মুখ্যমন্ত্রীর - Edu Exclusive


New Desk : সরস্বতী পূজোর আগেই শিক্ষক দের জন্যে একটি নতুন সু'খবর ঘোষনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্ধ্যোপাধ্যায়, তার ব্যক্তিগত ট্যুইটার অ্যাকাউন্টে, টুইট করে সেই কথা জানান।
তিনি আজ টুইটারে লিখেছেন,  এবার থেকে শিক্ষকদের নিয়োগ, নিজেদের জেলাতেই হবে। এর ফলে শিক্ষক দের কাজের সুবিধে হবে, তারা মনোযোগ 

Edu Exclusive

সহকারে পড়াতে পারবেন এবং সেই সাথে পরিবার কে ভালো মত সময় সময় দিতে পারবেন এবং সুন্দর ভাবে দেশ গঠন করতে পারবেন।তিনি আরও টুইটারে লেখেন, শিক্ষকদের সন্মান জানানোর উপযুক্ত সময় হল সরস্বতী পূজোর আগের দিন।

শিক্ষকদের নিজের জেলায় বদলি নিয়ে নানা রকম অভিযোগ, অসুবিধা সম্মুখীন হয়ে থাকে। বিশেষ করে মেয়েরা নানা রকম বাধার সন্মুখীন হন। তাই সেই সমস্ত বাধা কে দূর করতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে শিক্ষকদের পোস্টিং নিয়ে নানা রকম সমস্যা দূরীভূত হবে। অভিলম্বে শিক্ষাদপ্তরের কাছে এই নির্দেশ পৌঁছে যাবে।
বি:দ্র : নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে  বন্ধুদের সাথে শেয়ার করুন।