সম্প্রতি পরিবর্তন হওয়া ব্যাঙ্কের CEO এবং MD লিস্ট
News Desk : সম্প্রতি কেন্দ্র সরকার চারটি পাবলিক সেক্টর ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর (MD) ও চিফ এক্সিকিউটিভ অফিসার ( CEO) পরিবর্তন অনুমোদিত করল। এই ব্যাঙ্ক গুলির মধ্যে আছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া(SBI), কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা(BOB), এবং ব্যাঙ্ক অব ইন্ডিয়া (BOI).

নিয়োগ কমিটি দ্বারা উল্লেখিত ব্যাঙ্ক গুলির MD ও CEO নামের লিস্ট নীচে দেওয়া হল :
- স্টেট ব্যাঙ্কের এম.ডি- Challa Sreenivasulu Setty
- ব্যাঙ্ক অব বরোদার এম.ডি ও সিইও - Sanjiv Chandra.
- কানাড়া ব্যাঙ্কের সিইও এবং এমডি - Lingam Venkata Prabhakar.
- ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এমডি ও সিইও - Atunu Kumar Das.
- ইন্ডিয়ান ব্যাঙ্ক সিইও এবং এমডি - Padmaja Chunduru.
- এলাহাবাদ ব্যাঙ্ক এমডি ও সিইও - S. Mallikaarjuna Rao.
- ব্যাঙ্ক অব মহারাস্ট্র এমডি ও সিইও - A S Rajeev.
- সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া - Shri. Pallav Mahapatra.
- ইউকো ব্যাঙ্ক - Atul Kumar Goel.
- সিন্ডিকেট ব্যাঙ্ক - Mrutyunjay Mahapatra.
- ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া - Ashok Kumar Pradhan.
- ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া - Shri G. Rajkiran Rai.
- পাঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্ক - Shri S. Harisankar.
Comments
Post a Comment